দৈনিকবার্তা-ঢাকা, ২৩ নভেম্বর: রিয়েলএস্টেট কোম্পানি ডোম-ইনো ডেভেলপমেন্টস লিমিটেডের প্রপার্টি কিনতে চাইলে গ্রাহকদের এক কোটি টাকা পর্যন্ত ঋণ দেবে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)৷
রোববার ব্যাংকটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইবিএল হেড অব কনজ্যুমার ব্যাংকিং নাজিম আনোয়ার চৌধুরী ও ডোম-ইনো ডেভেলপমেন্টস লিমিটেডের সিনিয়র উপ-মহাব্যবস্থাপক সুব্রত ভৌমিক সমপ্রতি এ বিষয়ক একটি চুক্তি স্বাক্ষর করেন৷এতে বলা হয়, ২৫ থেকে ৬৫ বছরের যেকোন বাংলাদেশি যার ন্যূনতম নিয়মিত মাসিক আয় রয়েছে তিনিই এ ঋণের জন্য আবেদন করতে পারবেন৷ ইবিএল স্বল্পতম সময়ের মধ্যে হ্রাসকৃত প্রসেসিং ফি’র বিনিময়ে এ ঋণের ব্যবস্থা করবে৷
অন্যদিকে ডোম-ইনো, ইবিএল গ্রাহকদের অগ্রাধিকার ভিত্তিতে সেবা দেবে৷ ইবিএল হোম লোন ২৪০ মাসের মধ্যে পরিশোধযোগ্য হলেও ইচ্ছা করলে আগেও পূর্ণ সেটেলমেন্ট করা যাবে৷ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইস্টার্ন ব্যাংকের হেড অব এসেট অ্যান্ড রিকভারি সৈয়দ জুলকার নায়েন, সিনিয়র ম্যানেজার সালেকিন ইব্রাহিম এবং ডোম-ইনোর সহকারী মহাব্যবস্থাপক মো. এনামুল হকসহ উভয় প্রতিষ্ঠানের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷