দৈনিকবার্তা-চট্টগ্রাম, ২৩নভেম্বর: চট্টগ্রামে জঙ্গি সন্দেহে এক পাকিস্তানি নাগরিকসহ পাঁচজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ৷ রোববার বেলা ১২টার দিকে নগরীর নাসিরাবাদ এলাকার হোটেল লর্ডস ইন থেকে তাদের আটক করা হয়৷চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ) বনজ কুমার মজুমদার বলেন,তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷এরা হলেন- মোহাম্মদ আলম, আবদুল মজিদ, মোহাম্মদ আমিন, মোহাম্মদ ছালামত উল্লাহ ও শফিউল্লাহ৷
এই পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য একটি কমিটি করেছে নগর পুলিশ৷ উপ-কমিশনার কুসুম দেওয়ানের তত্ত্বাবধানে গঠিত কমিটিতে তিনি ছাড়াও নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (সদর) মো. শহিদুল্লাহ, সহকারী কমিশনার ( কোতোয়ালি জোন) শাহ আব্দুর রউফ, সহকারী কমিশনার (আইসিটি) মো. জাহাঙ্গীর, পুলিশ পরিদর্শক মো. রফিক, সদীপ কুমার দাশ ও আজিজ আহমদকে রাখা হয়েছে৷গঠিত কমিটি জিজ্ঞাসাবাদের পর আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হবে বলে জানান অতিরিক্ত উপ-কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হাছান চৌধুরী৷ উপ-কমিশনার কুসুম দেওয়ান জানান, আটক পাঁচজনের মধ্যে আলম পাকিস্তানি নাগরিক৷ তিনি গ্লোবাল রোহিঙ্গা সেন্টার’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালক, যার সদর দপ্তর নেদারল্যান্ডসে৷
তার পাসপোর্ট জব্দ করা হয়েছে বলে কুসুম দেওয়ান জানান৷আলমের পাসপোর্ট থেকে জানা যায়, গত শুক্রবার তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর দিয়ে জেদ্দা থেকে বাংলাদেশে আসেন৷ এর আগে গত ২০ মার্চ তিনি বাংলাদেশে আসেন এবং ২৪ মার্চ বাংলাদেশ ত্যাগ করেন৷ দুইবারেই তিনি জেদ্দা থেকে বাংলাদেশের ভিসা গ্রহণ করেছেন৷ এছাড়া গত একবছরে তিনি সৌদি আরব, থাইল্যান্ড, মায়ানমার, বাহরাইন, সুদান ভ্রমন করেন৷পাসপোর্ট অনুযায়ী আলমের জন্ম তারিখ ১৯৭০ সালের ৬ জুন৷ তার জন্মস্থান করাচি এবং বাবা মোহাম্মদ ইয়াছিন৷ গত বছরের ১১ ডিসেম্বর তার পাসপোর্ট ইস্যু হয়৷
এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাংলাদেশের পাসপোর্টধারী আব্দুল মজিদ জানান, কঙ্বাজারের উখিয়া পালংখালির বাসিন্দা হলেও তার মা-বাবা রোহিঙ্গা৷ তার বাবার নাম আব্দুল আহাদ৷ তার কাছ থেকে উদ্ধার করা পাসপোর্টে তার জন্মস্থান সৌদি আরবের মক্কা ও জন্ম তারিখ ১৯৮৩ সালের ৩ অক্টোবর লেখা আছে৷