দৈনিকবার্তা-ঢাকা, ২৩নভেম্বর: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, সরকার মিথ্যাচারের ওপর টিকে আছে৷ জনগণকে সঙ্গে নিয়ে রাজপথের আন্দোলন দিয়েই অবৈধ সরকারকে উত্খাত করতে হবে৷ এজন্য দলের প্রত্যেক স্তরের নেতাকর্মীদের রাজপথে নামতে হবে৷
গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের মৌলিক অধিকার এবং ভোটের অধিকার ফিরিয়ে আনতে আন্দোলনের বিকল্প নেই৷ যারা আজ গণতন্ত্রের কথা বলে দেশকে বাকশাল কায়েমের দিকে নিচ্ছে, তাদের এ স্বার্থ সফল হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া৷তিনি বলেন, দেশের গণতন্ত্রকামী জনগণ স্বৈরাচার সরকারের পতন ঘটাবেই৷ রোববার জাতীয় প্রেস ক্লাব কনফারেন্স লাউঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত তারেক রহমানের ৫০তম জন্মদিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন৷
দল সিদ্ধান্ত নিলেই তারেক রহমান দেশে ফিরে আসবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া৷রফিকুল ইসলাম মিয়া বলেন, তারেক রহমানের সঙ্গে টেলিফোনে কথা হয়েছে৷ তিনি বলেছেন দল যখন চাইবে তখন আমি দেশে আসব৷
তিনি আরও বলেন, রাজপথ ছেড়ে এসি রুমে বসে থাকলে একসময় সেখান থেকে পুলিশ ধরে নিয়ে যাবে৷ এজন্য নেতাকর্মীদের রাস্তায় নেমে আসার আহবান জানান তিনি৷দলের স্থায়ী কমিটির এই সদস্য বলেন, মিথ্যাচারের ওপর সরকার টিকে আছে৷ জনগণকে সঙ্গে নিয়ে রাজপথের আন্দোলন দিয়েই অবৈধ সরকারকে উত্খাত করতে হবে৷ দলের প্রত্যেক স্তরের নেতাকর্মীদের রাজপথে নামতে হবে৷
ব্যারিস্টার রফিক বলেন, যারা আজ জোর করে ক্ষমতায় এসেছে, তারা ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চায়৷ তাদের মনে রাখা উচিত, ৪১ সাল তো ভালো, পৃথিবীর কোনো স্বৈরাচার সরকারই ক্ষমতা চিরস্থায়ী করতে পারেনি৷ এ সরকারও আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না৷তিনি বলেন, দেশ আজ মহাসঙ্কটে৷ দেশের অর্থনীতি ও আইন-শৃঙ্খলা চরম বিপর্যয়ে৷ দেশের মানুষ এ থেকে মুক্তি চায়৷ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে দেশের মানুষ নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে চায় বলেও উল্লেখ করেন রফিক৷
মোবাইল কোর্ট বসিয়ে সরকার ক্ষমতায় এসেছে’ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম বিষয়টি ফাঁস করে দিয়েছেন উল্লেখ করে ব্যারিস্টার রফিক বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও গণতন্ত্র প্র্রতিষ্ঠা করতে আমাদের রাস্তায় নামতে হবে৷ নেতাকর্মীদের রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়ে রফিকুল ইসলাম বলেন, রাজপথ ছেড়ে এসি রুমে বসে থাকলেও সেখান থেকে পুলিশ ধরে নিয়ে যাবে৷ তাই রাজপথে নেমে এসে আমাদের আন্দোলন করা উচিত৷
আন্দোলনের মাধ্যমেই গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব বলে দাবি করেন তিনি৷ এর আগে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, তারেক রহমান যেদিন বিমানবন্দরে এসে নামবেন সেদিন ইতিহাস সৃষ্টি হবে৷ তারেক রহমান আক্রমণাত্মক ভঙ্গিতে আছেন আমাদেরও আক্রমণাত্মক থাকতে হবে৷
তিনি বলেন, তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত আর সজিব ওয়াজেদ জয় রাজনীতিতে এখনও জন্মগ্রহণই করেননি৷আগামীতে সমন্বয়হীন আন্দোলনের মাধ্যমে সরকার উত্খাতের জন্য তিনি নেতাকর্মীদের আহবান জানান৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সভাপতি শামা ওবায়েদ৷ আরও বক্তব্য রাখেন, খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু, বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম প্রমুখ৷