যুবক আটক

দৈনিকবার্তা-গাজীপুর সংবাদদাতা, ২৩ নভেম্বর: গাজীপুরের কালিয়াকৈরে মুক্তিপণের টাকা নিতে এসে স্কুল ছাত্রের অপহরণকারী তিন যুবক রবিবার এলাকাবাসির হাতে ধরা পড়েছে৷ পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়৷ গত ১৪ নবেম্বর জুম্মা নামাজের পর কালিয়াকৈর উপজেলার টেকীবাড়ী চাঁনপুর এলাকার শামসুল আলমের ছেলে স্থানীয় টালাবহ মডেল হাই স্কুলের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র শাহরিয়ার আলমকে কৌশলে অপহরণ করে কয়েক যুবক৷ পরে অপহরণকারীরা শাহরিয়ারের পরিবারের কাছে প্রথমে ১০ লাখ ও পরে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবী করে৷ সর্বশেষ ৫০ হাজার টাকায় রফা হলে অপহরণকারী তিন যুবক রবিবার মুক্তিপণের টাকা নিতে কালিয়াকৈরের সূত্রাপুর এলাকার স্কয়ার ফার্মাসিউটিক্যালের পাশে এলে স্থানীয়দের নিয়ে সূত্রাপুর ইউপি চেয়ারম্যান তাদের আটক করে৷ খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ এসে সন্ধ্যায় আটককৃতদের থানায় নিয়ে যায়৷ জিজ্ঞাসাবাদকালে তারা পুলিশের কাছে অপহরনের ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে থানার ওসি জানিয়েছেন৷

আটককৃতরা হলো, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার টেকিবাড়ী চাঁনপুর এলাকার জিন্নাত আলীর ছেলে রম্নবেল হোসেন (২৫) ও নাছিম উদ্দিনের ছেলে মামুন হোসেন (১৮) এবং টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পথহারা এলাকার ময়েজ উদ্দিনের ছেলে সিহাব হোসেন (১৮)৷