55ac8abde6b9e6ec389c3fe84b6f5a2a_XL

দৈনিকবার্তা-ঢাকা, ২৩নভেম্বর: পার্বত্য শান্তিচুক্তি দ্রুত বাস্তবায়নের মাধ্যমেই আদিবাসীদের অধিকার নিশ্চিত করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান৷ রোবাবর সকালে ধানমন্ডির ছায়ানট ভবনে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি৷এ সময় সাধারণ মানুষের কথা শুনে মুক্তিযদ্ধের চেতনায় দেশ পরিচালনা করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি৷

সামপ্রতিক সময়ে সরকারের উপদেষ্টাদের নিয়ে নানা সমালোচনার পরিপ্রেক্ষিতে ড. মিজান সাধারণ মানুষের কথা শুনে রাষ্ট্র পরিচালনার পরামর্শ দেন সরকারকে৷পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়নের আহ্বান জানিয়ে মিজানুর রহমান বলেন, সত্য বলার ফলাফল সব সময় খুব সুখকর নয়৷ অনেক সময়সত্য বলা কষ্টকর হয়ে দাঁড়ায়৷ একটি উদাহরণ উপলব্ধি করা প্রয়োজন, সেটি হলো সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড়৷আমাদের এক ফোঁড় থাকতে থাকতে সুযোগ বেছে নিতে হবে৷ তাই সরকারের প্রতি একান্ত অনুরোধ, সৃষ্টিকর্তার দোহাই, পার্বত্য চট্টগ্রাম চুক্তির পরিপূর্ণ বাস্তবায়ন করুন দ্রুত সময়ের মধ্যে৷ নয়তো এর জন্য ভুগতে হবে৷

ড. মিজান বলেন, শুধু একটি অঞ্চলের মানুষের শান্তির জন্য নয়, বরং পুরো দেশের শান্তি ও নিরাপত্তার স্বার্থে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির বাস্তবায়ন করা দরকার৷ না হলে নতুন করে পার্বত্য চট্টগ্রামে রাজনৈতিক অচলাবস্থা দেখা দিতে পারে৷চুক্তি বাস্তবায়ন করার সাহস এ সরকারের নেই এ কথা উল্লেখ করে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং বলেন, প্রধানমন্ত্রীও চুক্তি বাস্তবায়নের সাহস হারিয়ে ফেলেছেন৷আদিবাসীদের অধিকার নিয়ে সরকার উদাসীন বলে মন্তব্য করেন মানবাধিকার কর্মী খুশী কবির৷ সেনাবাহিনী-বিজিবি বিভিন্নভাবে আদিবাসী নারীদের হেয় করছে অত্যাচার বন্ধে সরকারকে সচেষ্ট হওয়ার আহ্বানও জানান তিনি৷

আন্তর্জাতিক পার্বত্য চট্টগ্রাম কমিশন (সিএইচটি কমিশন) ও আদিবাসী নারী নেটওয়ার্ক যৌথভাবে প্রান্তিকীকরণ ও দায়মুক্তি: পার্বত্য চট্টগ্রামে নারী ও মেয়েশিশুর উপর সহিংসতা’শীর্ষক গোলটেবিলের আয়োজন করে৷সিএইচটি কমিশনের কো-চেয়ারম্যান সুলতানা কামালের সভাপতিত্বে মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম, কমিশনের সদস্য খুশী কবির, সারা হোসেন প্রমুখ বক্তব্য দেন৷