দৈনিকবার্তা-ঢাকা, ২৩ নভেম্বর: প্রথমবারের মতো দেশের অর্থনীতির চাকা সচল রাখতে অগ্রণী ভূমিকা রাখা প্রবাসীদের সম্মাননা জানালো বাংলাদেশ ব্যাংক৷ দেশে সরাসরি সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়ে ২০ জন এবং বন্ডে সর্বোচ্চ বিনিয়োগ করে ৪ জন প্রবাসী এই সম্মাননা পেয়েছেন৷রোববার রাজধানীর পূর্বানী হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এই ২৪ প্রবাসীকে সম্মাননা দেওয়া হয়৷বাংলাদেশ ব্যাংক রেমিটেন্স অ্যাওয়ার্ড-২০১৩,শীর্ষক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, নাজনীন সুলতানা, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি) সভাপতি আলী রেজা ইফতেখার প্রমুখ৷
অনুষ্ঠানে এই প্রবাসীদের সম্মাননা হিসেবে ক্রেস্ট ও সনদ দেওয়া হয়৷ দেশে সরাসরি সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়ে সম্মাননা পাওয়া ২০ জনের মধ্যে রয়েছেন যুক্তরাজ্য প্রবাসী মাহিউল মোহাম্মদ খান মুকিত, ডা. মীর আজমল আলী ও শফি আহমদ চৌধুরী৷
ইউএই প্রবাসীদের মধ্যে রয়েছেন মোহাম্মদ মাহতাবুর রহমান, আবুল কালাম, জাফর আহমেদ, মোহাম্মদ এমাদুর রহমান এবং এস এ কে একরামুজ্জামান৷কুয়েত প্রবাসীদের মধ্যে আছেন মো. ইমাদুল ইসলাম, জাকির হোসেন ও নাজমুল হোসেন গাজী৷ ইউএসএ প্রবাসী মো. রেজাউল হাসান ও নিজাম মোহাম্মদ মিয়া৷ অস্ট্রেলিয়া প্রবাসী মো. মুকিতুর রহমান, মালয়েশিয়া প্রবাসী আহমাদুল আমিন, জার্মানী প্রবাসী সৈয়দ আব্দুল কাইয়ুম, ফিলিপাইন প্রবাসী আবু তাহের মোহাম্মদ, ইতালি প্রবাসী ওহিদ মোল্লা, হংকং প্রবাসী সাইদুর রহমান হাবিব এবং পাপুয়া নিউগিনি প্রবাসী রবিন রহমান৷
আর বন্ডে বিনিয়োগ করে পুরস্কার পেয়েছেন কানাডা প্রবাসী মিজান মোহাম্মদ জাহিদ, ইউএই প্রবাসী মোহাম্মদ অলিউর, আব্দুল করিম ও মো. আক্তার হোসেইন৷বাংলাদেশ ব্যাংক রেমিটেন্স অ্যাওয়ার্ড-২০১৩ সম্মাননা পাওয়া মোহাম্মদ মাহতাবুর রহমান বলেন, এই সম্মাননা পাওয়ার কারণে প্রবাসের সব বাংলাদেশি বৈধ পথে রেমিটেন্স পাঠাতে উত্সাহিত হবেন৷ আমরা মনে করি বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ তৈরি হয়েছে৷ ২০২১ সালের মধ্যে ডিজিটাল দেশ গঠনে সরকার এগিয়ে যাচ্ছে৷
মাহতাবুর রহমান প্রবাসী বাংলাদেশিদের জন্য আলাদা ইপিজেড গড়ে তোলা এবং ওয়ান স্টপ সার্ভিস চালু করার দাবি জানান৷ পাশাপাশি ডলার ক্রয় ও বিক্রয়ের মধ্যকার ব্যবধান কমানোর দাবি জানিয়ে তিনি বলেন, ডলার ক্রয় ও বিক্রয়ের ব্যবধান অনেক বেশি৷ এই পার্থক্য কমিয়ে আনলে অথবা একটি নির্দিষ্ট সার্ভিস চার্জ নিয়ে রেমিটেন্স পাঠানোর সুযোগ দেওয়া হলে প্রবাসীরা দেশে আর বেশী রেমিটেন্স পাঠাতে পারবেন৷
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী বলেন, প্রবাসীদের পাঠানো বৈদেশিক মুদ্রা বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি, বিনিয়োগসহ অন্যান্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে৷ দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে প্রবাসীদের অবদানের স্বীকৃতি ও ব্যাংকিং চ্যানেলে বৈদেশিক মুদ্রা প্রেরণে তাদের উত্সাহিত করার লক্ষ্যে এ সম্মাননা দেওয়া হচ্ছে৷