দৈনিকবার্তা-ঢাকা, ২১নভেম্বর: সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের দায়দায়িত্ব সরকারকেই নিতে হবে মন্তব্য করে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, এ ধরণের বিচ্ছিন্ন কিছু ঘটনার কারণে সরকারের সব অর্জন ম্লান হয়ে যাচ্ছে৷ সুরঞ্জিত বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুইগ্রুপের সংঘর্ষের ঘটনা সরকারের ভাবমূর্তিকে ক্ষুন্ন করেছে৷এ সময় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি৷
শুক্রবার সকালে রাজধানীর সেগুনবাগিচার মুক্তিযোদ্ধা জাদুঘরে চলমান রাজনীতি নিয়ে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত আলোচনা সভায় সুরঞ্জিত একথা বলেন৷শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় সিলেট অঞ্চলের দুই সাংসদ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলামকে নিয়ে তীর্যক মন্তব্য করলেন সুরঞ্জিত সেনগুপ্ত৷
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্য বলেন,গুটিকয় কর্মীর’ কারণে ছাত্রলীগের গৌরবোজ্জ্বল ইতিহাসকে ম্লান হতে দেওয়া চলে না৷অর্থমন্ত্রী ওই এলাকার সংসদ সদস্য৷ উনাকে বলব- আর কিছু পারেন আর না পারেন, অত্যন্ত সেখানে (শাহজালাল বিশ্ববিদ্যালয়) গিয়ে একবার রাবিশ-খবিশ বলে আসেন৷সিলেট-১ আসনের সাংসদ অর্থমন্ত্রী বিভিন্ন সময়ে সমালোচনাকারীদের রাবিশ বলে সংবাদ শিরোনাম হয়েছেন৷ আর সাংবাদিকদের খবিশ বলে সমালোচিত হয়েছেন মৌলভীবাজার-৩ আসনের সাংসদ সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী৷সুরঞ্জিত সেনগুপ্ত নিজেও বৃহত্তর সিলেটের সাংসদ; তার আসন সুনামগঞ্জ-২৷তিনি বলেন, ২০১২ সালে ছাত্রলীগ যখন সিলেটের এমসি কলেজের হোস্টেল পুড়িয়ে দিল, তখন শিক্ষামন্ত্রী ও অর্থমন্ত্রী দুজনই গিয়েছিলেন৷ তখন শিক্ষামন্ত্রী সেখানে গিয়ে কেঁদেছিলেন৷আমি এবারও শিক্ষামন্ত্রীকে বলব, আর কিছু পারেন আর না পারেন, অত্যন্ত একবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গিয়ে কাঁদেন৷
আধিপত্য বিস্তারের চেষ্টায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুটি পক্ষ বৃহস্পতিবার সংঘর্ষে জড়ালে বহিরাগত এক ছাত্রলীগ কর্মী গুলিতে নিহত হন৷ সংঘর্ষের সময় দুই পক্ষের হাতেই বিভিন্ন অস্ত্র দেখা যায়৷ছাত্রলীগ সভাপতি এইচ এম বদিউজ্জামান অবশ্য দাবি করেছেন, বহিরাগতরা ক্যাম্পাসে গিয়ে ওই সংঘর্ষ ঘটিয়েছে, যার দায় তার সংগঠন নেবে না৷৬৬ বছরের ঐতিহ্যবাহী এ সংগঠন নিয়ে উদ্বেগ প্রকাশ করে সুরঞ্জিত বলেন, ছাত্রলীগকে রক্ষা করতে হবে৷ গুটিকয়েক কর্মী ছাত্রলীগের গৌরবোজ্জ্বল ইতিহাসকে ম্লান করে দিচ্ছে৷ সময় চলে যাচ্ছে, এখনই বঙ্গবন্ধুর হাতে গড়া ছাত্রলীগকে আবার নীতি ও আদর্শের পথে নিয়ে আসতে হবে৷
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কষ্ট করে যা কিছু অর্জন করছেন, তা কয়েকজনের কারণে ম্লান হয়ে যাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন৷সোনা চোরাচালানে জড়িত বিমান কর্মকর্তাদের সনাক্ত করতে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি করার দাবি জানান সুরঞ্জিত৷বিমানমন্ত্রী ও বিমান চেয়ারম্যানের সমালোচনা করে তিনি বলেন, আশা করি বিমানমন্ত্রী ও বিমানের চেয়ারম্যান অন্তত বলবেন এ বিষয়ে তারা কী পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছেন৷আইন মন্ত্রণালয়কেও এ বিষয়ে একটি তদন্ত কমিটি করে দোষীদের শাস্তির আওতায় আনার আহ্বান জানান সংসদীয় কমিটির এ সভাপতি৷
সোনা চোরাচালানে বিমান কর্মকর্তাদের জড়িত থাকা প্রসঙ্গে তিনি বলেন, বিমানের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা বিমান চালানো বাদ নিয়ে এখন সোনা চোরাচালানের দায়িত্ব নিয়েছেন৷ এবার রাঘব বোয়াল নয়, ছোট পদের রুই, মৃগেল ধরা পরেছে৷ এর পেছনে আরো বড় রাগব বোয়াল রয়েছে৷ এ জন্য উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি হওয়া প্রয়োজন৷সমপ্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হত্যার ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করে সুরঞ্জিত বলেন, গোয়েন্দ সংস্থা ও পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করলে আমাদেরকে বিচলিত হতে হয়৷
বিএনপি এখন নেতা-কর্মী ও সমর্থকহীন একটি দল উল্লেখ বরে তিনি বলেন, আন্দোলন করার মত কোনো ক্ষমতা না থাকায় দলটি এখন তারেক রহমানের জন্মদিন পালন করছে৷মুক্তিযুদ্ধ জাদুঘরে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত এ আলোচনায় সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিম৷