দৈনিকবার্তা-ঢাকা, ২০ নভেম্বর: যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলে আরো তুষার ঝড়ে সেখানের জনজীবন বিপর্যসত্ম হয়ে পড়েছে৷ মাত্র কয়েকদিনের তুষারঝড়ে ৩ থেকে ৮ ফুট উচ্চতার বরফের চাদর ঢেকে ফেলেছে সমগ্র অঞ্চল৷ সেখানে লাগাতার তুষারপাতে ইতোমধ্যে অনত্মত সাতজন প্রাণহারিয়েছে৷
স্থানীয় বাসিন্দরা জানান, সাম্প্রতিককালে এত ভয়াবহ তুষারপাত তারা আর দেখেনি৷বাফেলো নগরীর অনেক এলাকা ইতোমধ্যে ৫ ফুট বরফের নীচে ঢাকা পড়েছে৷তুষারপাতের কারণে পশ্চিম নিউইয়র্কের বেশকিছু শহরের শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস বন্ধ করে দেয়া হয়েছে৷ শহরের রাসত্মা-ঘাট ও ঘরবাড়ি বরফে ঢেকে পড়েছে৷ এতে বহু লোক বিভিন্ন স্থানে আটকা পড়েছে৷
তুষারপাতে মৃত ব্যাক্তিদের মধ্যে ৪ জন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে, রাসত্মায় অতিরিক্ত বরফের কারণে সময় মতো হাসপাতালে পেঁৗছাতে না পেরে একজন এবং বরফে ঢেকে যাওয়ায় নিজের গাড়ির মধ্যেই প্রাণ হারিয়েছে আরো একজন৷যুক্তরাষ্ট্রের আবহাওয়া সংস্থা সেখানে আরো প্রবল তুষারপাতের পূর্বাভাস দিয়েছে৷ তুষারপাতের সাথে কনকনে ঠান্ডা বাতাস বাফেলোর অধিকাংশ বাসিন্দাকে ঘরের মধ্যে বন্দি করে রেখেছে৷নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রিউ কোমো এ তুষারঝড়কে একটি ‘ ঐতিহাসিক ঘটনা’ যা এৰেত্রে অতীতের রেকর্ড ভাংতে পারে৷
ফ্লোরিডা ও হাওয়াইসহ যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যের সবক’টিতে তাপমাত্রা হিমাঙ্কের নীচে নেমে গেছে৷ এতে চলাচলের অনেক ব্যাঘাত ঘটছে৷বাফেলোর কাছের ইস্ট অরোরার জন জিলোটি জানান, দেড়দিনে সেখানে অনেক লোক তাদের গাড়ির ভিতর আটকা পড়ে রয়েছে৷সেখানে বিভিন্ন রাসত্মা পরিস্কার এবং পরিত্যক্ত গাড়ি সরিয়ে ফেলতে সহযোগিতা করতে ন্যাশনাল গার্ডের শতাধিক সদস্যকে মোতায়েন করা হয়েছে৷
বুধবার নিউইয়র্কের বিভিন্ন অঞ্চলের ট্রেন সার্ভিস স্থগিত করা হয়েছে৷নিউইয়র্ক ছাড়াও তুষারপাতের কারণে নিউ হ্যাম্পশায়ার ও মিশিগানে আরো দু’জনের মৃতু্য হয়৷ এনিয়ে তুষারপাতে কমপক্ষে সাতজনের প্রাণহানি ঘটলো৷