24122013_007_RAKIB_UDDIN_AHMED

দৈনিকবার্তা-বরিশাল, ২০ নভেম্বর: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)কাজী রকিব উদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশের নির্বাচন স্বচছ ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়৷ এতে প্রভান্বিত করার কোন সুযোগ নেই৷ এছাড়া বর্তমানে নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে৷

বরিশালে প্রাথর্ী ব্যবস্থাপনা পদ্বতি ও ফলাফল ব্যবস্থাপনা পদ্বতি শীর্ষক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার একথা বলেন৷বৃহস্পতিবার সকাল ১০টায় নির্বাচন কমিশনের সচিব মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে বরিশাল নগরীর বিডিএস মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়৷

কাজী রকিব উদ্দিন আহমেদ বলেন, ভবিষ্যতে সুষ্ঠ ও সুন্দর নির্বাচন উপহার দিতেই নির্বাচন কমিশন ইতোমধ্যে কাজ শুরু করেছে৷ এবারের নির্বাচনে দায়িত্ব পালন করতে গিয়ে যেসব কমকর্তা হতাহত হয়েছেন নির্বাচন কমিশন তাদের পাশে দাড়িয়েছে এবং সাধ্যমত সহায়তা করেছে৷ নির্বাচন কমিশন সব সময় এই দায়িত্ব পালন করে যাবে বলে তিনি উল্লেখ করেন৷

প্রধান নির্বাচন কমিশনার বলেন, দেশে ভোটার তালিকা হালনাগাদের কাজ চলছে৷ আগামী ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে৷ এরপর জনগণের মতামত ও আপত্তি গ্রহণ করে শুনানি শেষে তালিকা চূড়ানত্ম করা হবে৷ বাংলাদেশের নাগরিক ছাড়া কেউ যাতে ভোটার হতে না পারে সেই দিকে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি৷ দায়িত্ব পালনের ৰেত্রে সবারে আগে দেশের স্বার্থ খেয়াল রাখার কথা বলেন নির্বাচন কমিশনার৷ দেশের অনেক নির্বাচন কার্যালয়ে কর্মকর্তা নেই স্বীকার করে প্রধান নির্বাচন কমিশনার অতি সত্ত্বর সেসব শূন্য পদ পূরণ এবং প্রশিক্ষণের মাধ্যমে তাদের দৰ করে গড়ে তোলার কথা বলেন৷

এসময় নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ, অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান, বিভাগীয় কমিশনার মো. গাউসসহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মীর মো. শাজাহানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন৷ কর্মশালায় বিভাগের ৬ জেলার প্রশাসক, উপজেলা নির্বাহী কমকর্তা এবং নির্বাচন কর্মকর্তারা অংশগ্রহণ করেন৷