দৈনিকবার্তা-ঢাকা, ২০ নভেম্বর: ইরানের পরমাণু বিষয়ক চূড়ানত্ম পর্যায়ের আলোচনা থমকে গেছে৷ আগামী ২৪ নভেম্বরের মধ্যে একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্য নিয়ে মঙ্গলবার ভিয়েনায় আলোচনা শুরু হলেও বৃহস্পতিবার পর্যনত্ম তেমন কোন অগ্রগতি হয়নি৷এদিকে ব্রিটেন বেঁধে দেয়া সময়সীমা ২৪ নভেম্বরের মধ্যে চুক্তিতে পৌঁছানোর বিষয়ে হতাশা প্রকাশ করেছে৷ এছাড়া অন্যান্য পররাষ্ট্রমন্ত্রী এখনও আলোচনায় যোগই দেননি৷এ প্রেক্ষাপটে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড লাটভিয়ায় বুধবার বলেন, সোমবারের মধ্যে সবকিছু চূড়ানত্ম করার বিষয়ে আমি আশাবাদী নই৷
তিনি বলেন, তবে আমরা যদি কিছু উলেস্নখযোগ্য পদক্ষেপ নেই এবং সঠিক পথে এগুতে পারি তবে চূড়ানত্ম চুক্তির জন্যে সময়সীমা আরো সম্প্রসারণের একটা উপায় হয়তো খুঁজে পাবো৷কিন্তু মার্কিন পররাষ্ট্রদপ্তরের মুখপাত্র জোর দিয়ে বলেন, সকলের দৃষ্টি সময়সীমার মধ্যেই একটি চুক্তিতে পৌঁছানোর দিকে৷ বিশেষ করে আগের ২০ জুলাই সময়সীমার মধ্যে চুক্তিতে পৌঁছতে ব্যর্থতার কারণে সকলে নতুন এ সময়ের মধ্যেই চুক্তিতে পৌঁছাতে চাচ্ছেন ৷ইরান ও নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য এবং জার্মানী ২৪ নভেম্বরের মধ্যে অনত্মর্বতী থেকে একটি স্থায়ী চুক্তিতে পৌঁছাতে ফেব্রুয়ারি মাস থেকেই মূলত আলোচনা চালিয়ে আসছে৷এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভসহ শক্তিধর ছয় রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীগণ আলোচনায় এখনও যোগ দেননি বলে জানা গেছে৷ আশা করা হচেছ সপ্তাহের শেষে কেরি ভিয়েনায় পৌঁছাবেন৷
কিন্তু মস্কোর প্রধান আলোচক সের্গেই র্যাভকভ বলেছেন, আলোচনায় উলেস্নখযোগ্য অগ্রগতি হলেই কেবল রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এতে যোগ দেবেন৷রুশ সূত্রের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা রিয়া নভোসত্মি জানায়, এ মুহূর্তে কেরির সফরের ওপর অনেক কিছু নির্ভর করছে৷ কারণ ইরানের ওপর থেকে যুক্তরাষ্ট্র অবরোধ কতোটুকু তুলে নিতে পারে তার ওপরই চূড়ানত্ম চুক্তিতে পৌঁছানোর বিষয়টি নির্ভর করছে৷এছাড়া ইরানের প্রেসিডেন্ট হাসান রম্নহানি বলেন, শক্তিধর ছয় রাষ্ট্র খুব বেশি কিছু দাবি না করলে চুক্তিতে পৌঁছানো সম্ভব হতে পারে৷কিন্তু কেরি বিষয়টি ছেড়ে দিয়েছেন ইরানের ওপর৷
লন্ডনে মঙ্গলবার তিনি বলেন, ইরানের কর্মসূচি যে শানত্মিপূর্ণ বিশ্ববাসীর কাছে তা প্রমাণে আমাদের সঙ্গে তেহরানের সম্ভাব্য সর্বোচ্চ প্রচেষ্টা নিয়ে কাজ করা জরম্নরি৷অস্ত্র নিয়ন্ত্রণ সংস্থার বিশ্লেষক কেলসি ড্যাভেনপোর্ট বলেন, ২৪ নভেম্বরের মধ্যে চুক্তিতে পৌঁছানো সম্ভব৷ উভয়পক্ষই চুক্তিতে পৌঁছাতে অঙ্গীকারবদ্ধ এবং এখনও সময় রয়েছে৷ বাকী যে সমস্যাগুলো রয়েছে উভয়পক্ষের আনত্মরিকতা ও নমনীয়তার মাধ্যমেই তা মেটানো যেতে পারে৷