BD-bank-2

দৈনিকবার্তা-ঢাকা, ২০ নভেম্বর: আনত্মঃব্যাংক লেনদেন দ্রুত ও ঝুঁকিমুক্ত করার লক্ষে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস)নামের প্রযুিক্তগত সেবা বাসত্মবায়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক৷এশীয় উন্নয়ন ব্যাংকের আর্থিক সহায়তায় রেমিট্যান্স ও পরিশোধ পদ্ধতি অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় আরটিজিএস বাসত্মবায়ন করা হবে৷দেশে এই সেবা সংযোজন হলে মাত্র এক মিনিটের ব্যবধানেই আনত্মঃব্যাংক লেনদেন সম্পন্ন করা যাবে৷

আরটিজিএস চালু করতে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক সুইডেন ভিত্তিক সিএমএ স্মল সিস্টেম এবি নামের একটি কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষর করেছে৷বাংলাদেশ ব্যাংকের আরটিজিএস প্রকল্প পরিচালক শুভংকর শাহা ও সিএমএ স্মল সিস্টেম এবি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এ্যালেঙ্ নাজারভ চুক্তিতে স্বাক্ষর করেন৷ কেন্দ্রিয় ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে চুক্তি অনুষ্ঠানে গভর্নর ড. আতিউর রহমান উপস্থিত ছিলেন৷

চুক্তি অনুযায়ী ২০১৫ সালের এপ্রিল মাসের মধ্যে আরটিজিএস বাসত্মবায়নের কাজ শুরম্ন হবে৷ আগামী জুলাইয়ের মধ্যে পরীক্ষামূলক এটি চালু হবে৷ আর আনুষ্ঠানিকভাবে এর সুবিধা পাওয়া যাবে ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে৷

এ সময় গভর্নর বলেন, আরটিজিএস ব্যবস্থা বাসত্মবায়ন হলে দেশে আনত্মঃব্য্ংক লেনদেনে নতুন মাত্রা সংযোজিত হবে, এর মাধ্যমে ঝুকিঁ ভিত্তিক লেনদেন কমবে এবং গ্রাহকদের সর্বোত্তম সেবা দেওয়া সম্ভব হবে৷ স্থানীয় মুদ্রায় লেনদেনের পাশাপাশি এ ব্যবস্থায় দেশের অভ্যনত্মরে বৈদেশিক মুদ্রার লেনদেনসমূহ সম্পন্ন করা যাবে৷২০১৫ সালের সেপ্টেম্বর নাগাদ এ ব্যবস্থা গ্রাহকদের জন্য উন্মুক্ত করা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন৷ এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে তিনি তফসিলি ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের নির্দেশনা প্রদান করেন৷

গভর্নর বলেন, সরকারি ব্যাংকের জন্য এক রকম সুপারভিশন, বেসরকারি ব্যাংকের জন্য অন্যরকম সুপারভিশন, বিদেশী ব্য্যাংকের জন্য আর এক রকম সুপারভিশন করা হবে না৷ সবার জন্যই একই নিয়ম, একই নিয়ন্ত্রণ, একই পেমেন্ট সিস্টেম, একই সুপারভিশন ও একই পদ্ধতি অনুসরণ করবে কেন্দ্রিয় ব্যাংক৷ আর ক্ষেত্রে অঅরটিজিএস ব্যবস্থা কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন৷

তিনি বলেন, ডিজিটালাইজেশন একটি চলমান প্রক্রিয়া৷ এখানে প্রতিনিয়ত আপডেট থাকতে হয়৷ আমরা সিএমএ দ্বিতীয় পদক্ষেপ নিবো৷ গত কয়েক বছরে বাংলাদেশে পেমেন্ট সিস্টেমে বড় ধরণের বিপ্লব ঘটে গেছে বলে তিনি উল্লেখ করেন৷