দৈনিকবার্তা-নারায়ণগঞ্জ, ২০নভেম্বর: বিশিষ্ট আইনজীবি ও সংবিধান প্রণেতা ড.কামাল হোসেন বলেছেন সংবিধান সমুন্নত রাখা, আইনের শাসন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য দেশের ৬৭টি বারের ৪০ হাজার আইনজীবিকে রাজনৈতিক মতভেদ ভুলে পেশাগত ঐক্য গড়ে তুলতে হবে৷ এজন্য তিনি শীঘ্রই ঢাকায় সারাদেশের আইনজীবিদের জাতীয় সম্মেলন আহবান করবেন৷ বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবি সমিতির কার্যালয়ে বাংলাদেশ গনতান্ত্রিক আইনজীবি সমিতি নারায়ণগঞ্জ জেলা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন৷
এ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুমের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন গনতান্ত্রিক আইনজীবি সমিতির কেন্দ্রূীয় সভাপতি সুব্রত চৌধুরি, সাধারন সম্পাদক জাহিদুল বারী, সহ-সভাপতি আসাদুল্লাহ তারেক, হেলাল উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবি সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন খান৷জেলা আইনজীবি সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন খান আলোচিত সেভেন মার্ডার ঘটনার বিষয়ে অভিযোগ করে বলেন, হত্যার সমসত্ম তথ্য প্রমান তদনত্মকারি সংস্থা পেলেও ৬ মাস পরে এখন তদনত্মে ঢিলেভাব লক্ষ্য করা যাচ্ছে৷ কাউন্সিলর নজরম্নল ইসলামের স্ত্রীর দায়ের করা মামলায় কোন এজাহারভুক্ত আসামীকেই গ্রেফতার করা হয়নি৷ তিনি বলেন, টাকার বিনিময়ে ভাড়াটে খুনি র্যাবের ২২ সদস্য সাতজনকে অপহরন খুন গুম করলেও রহস্যজনক কারনে সবাইকে গ্রেফতার করা হয়নি৷ চাকুরিতে বহাল রেখে কয়েকজনকে আসামী না করে সাৰি করা হয়েছে৷ এজাহারভুক্ত এক নম্বর আসামী নুর হোসেন ও ২ নম্বর আসামী ইয়াছিন মিয়াকে গত ছয় মাসেও আওয়ামীলীগ থেকে বহিস্কার করা হয়নি৷
সম্মেলনে হারম্নন অর রশিদকে সভাপতি ও আওলাদ হোসেনকে সাধারন সম্পাদক করে গনতান্ত্রিক আইনজীবি সমিতির নারায়ণগঞ্জ জেলা শাখার কমিটি গঠন করা হয় ৷