52b9d36016345-Dance-1-

দৈনিকবার্তা-ঢাকা, ১৯নভেম্বর: ডেইলি স্টার-বেঙ্গল আর্টস প্রিসিঙ্কটে গত মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয় প্রখ্যাত নৃতশিল্পী শর্মিলা ব্যানার্জীর কত্থক কথন ও প্রদর্শন৷ বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত ‘শাস্ত্রীয় নৃত্য-উপলব্ধি’ শীর্ষক ধারাবাহিক আয়োজনের এটি ছিল দ্বিতীয় পর্ব৷ আয়োজনে কত্থক নৃত্যের উত্‍পত্তি, ইতিহাসসহ বিভিন্ন ধারা সম্পর্কে আলোকপাত করা হয়৷ একইসঙ্গে প্রদর্শন করা হয় নৃত্যকলা৷ আগামী ২৭ নভেম্বর থেকে অনুষ্ঠেয় বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উত্‍সব ২০১৪-কে সামনে রেখেই বেঙ্গল ফাউন্ডেশনের এই আয়োজন৷

শর্মিলা ব্যানার্জীকে সহযোগিতা করেন জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী অপি করিম৷ এছাড়া আরো ছিলেন- ১৷ তাহনিনা ইসলাম, ২৷ স্নাতা শাহরীন, ৩৷ মনিরা পারভিন এবং ৪৷ মেহরাজ হক তুষার৷ নৃত্য পরিচালনা করেন কাজী রকিবুল হক রিপন৷ তবলায় ছিলেন সৈয়দ মেহের হোসেন৷

কত্থক নৃত্যের যে উল্লেখযোগ্য ধারাগুলো অনুষ্ঠানে প্রদর্শন করা হয়, তা হলো – গুরু বন্দনা : (হ্যাপী), (স্নাতা), (ঝুমি), (তুষার), গণেশ বন্দনা : (হ্যাপী) ও কত্থক নৃত্যের ইতিহাস৷ শুদ্ধনৃত্য : ১৷ বিলম্বিত লয় : উঠান, ঠাট, আমদ,পরণআমদ, সেলামী৷ ২৷ মধ্যলয় : টুকরা, তেহাই, চক্রদার, তোড়া৷ ৩৷ দ্রুতলয় : পরমেলু, পরমেলু তিশ্রজাতি, চক্রদার পরণ, তেহাই, পরণ, পরণ, চক্কর৷ গত্‍নিকাশ : ঘুংঘট, গত্‍নিকাশ : ছোড়ছাড়, গত্‍ভাও, ভাও : ভজন, মীরার ভজন, দ্রৌপদীর বস্ত্রহরণ (হ্যাপী), ঠুমরি, তারানা, যুগলবন্দি৷