hasina+pressconferance1

দৈনিকবার্তা-ঢাকা, ১৯নভেম্বর: বাংলাদেশ ও ভুটানের দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্যের আরো সমপ্রসারণে দু’দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠার ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷প্রধানমন্ত্রী বলেন, ব্যবসা-বাণিজ্য আরো বাড়াতে এখন আমাদের যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে৷ উভয় দিকেই অবকাঠামো তৈরি হয়েছে৷এ জন্য এখন ভারতের মধ্যদিয়ে ট্রানজিট প্রয়োজন৷বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে ভুটানের রাষ্ট্রদূত পেমা চডেন সাক্ষাত্‍কালে শেখ হাসিনা এ কথা বলেন৷ বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেসি সচিব এ কে এম শামীম চৌধুরী সাংবাদিকদের ব্রিফ করেনে৷

ব্যবসা-বাণিজ্যের জন্য ভুটান বাংলাদেশের সমুদ্রবন্দর ব্যবহার করতে পারে- এ কথা পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, ভুটানের অভ্যনত্মরীণ বাজারের চাহিদা মেটাতে দেশটি বাংলাদেশ থেকে সবজি আমদানি করতে পারে৷এ প্রসঙ্গে শেখ হাসিনা প্রতিবছর বাংলাদেশ থেকে ভুটানের অনেক তৈরি পোশাক আমদানির কথা উল্লেখ করেন৷ তিনি বাংলাদেশো মুক্তিযুদ্ধে ভুটানের রাজা ও দেশটির জনগণের অমূল অবদানর কথা স্মরণ করেন৷
রাষ্ট্রদূত ডিসেম্বরের প্রথম সপ্তাহে তার দেশের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের বিষয় প্রধানমন্ত্রীকে অবহিত করেন৷রাষ্ট্রদূত ভুটানের রাজা ও প্রধানমন্ত্রীর শুভেচছা বার্তাও বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পেঁৗছে দেন৷ভুটানের রাষ্ট্রদূত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা ও সার্ক সনদ বাসত্মবায়নে বাংলাদেশের ব্যাপক সাফল্যের প্রশংসা করেন৷

প্রধানমন্ত্রীর বিচৰণ ও দূরদশর্ী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে রাষ্ট্রদূত বলেন, তাঁর (শেখ হাসিনা) দেশ পরিচালনায় বিগত কয়েক বছরে বাংলাদেশে ব্যাপক আর্থ-সামাজিক ও অবকাঠামোগত উন্নয়ন সাধিত হয়েছে৷প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুস সোবহান সিকদার ও প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী বৈঠকে উপস্থিত ছিলেন৷