Gopalganj-S-S-C

দৈনিকবার্তা-গোপালগঞ্জ, ১৯নভেম্বর: হাইকোর্টের নির্দেশ অমান্য করেগোপালগঞ্জের কোটালীপাড়ায় এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগ পাওয়া গেছে৷ উপজেলার ৩৯ টি বিদ্যালয়ে বোর্ড নির্ধারিত ফির চেয়ে প্রায় ৪ গুন টাকা আদায় করছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো৷

গত ১০ নভেম্বর এসএসসি পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ বাবদ অতিরিক্ত ফি আদায় বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট৷ একইসঙ্গে এই অতিরিক্ত ফি আদায় করাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তার কারণ জানতে চেয়ে রুল জারি করে আদালত৷ পাশাপাশি বাড়তি ফি আদায় বন্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তার অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বোর্ড চেয়ারম্যানদেরকে বলা হয়েছে৷ আগামী চার সপ্তাহের মধ্যে শিক্ষা সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়৷ বুধবার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে দেখা গেছে, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষাথর্ীরা ৪ থেকে ৫ হাজার টাকায় ফরম পূরণ করছে৷ তবে এ সকল শিক্ষা প্রতিষ্ঠান টাকা নিয়ে শিক্ষার্থীদের কোন রশিদ দেওয়া হয়নি৷ নাম না জানিয়ে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে৷ এমনকি আমাদের কোন কোনো রশিদও দেওয়া হচ্ছে না৷

এ ব্যাপারে নৈয়ারবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মধুসূদন বাড়ৈর বলেন, চলতি মাসের ৫ তারিখে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভায় এসএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য ৩ হাজার ৬৫০ টাকা নির্ধারণ করা হয়৷ আমরা সমিতির সিদ্ধান্তের বাইরে কোনো টাকা নিচ্ছি না৷ রদিশ দেওয়া হচ্ছে না কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্ন থেকে ফরম পূরণে টাকা নিয়ে কোনো রশিদ দেওয়া হয় না৷

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি স্বপন কুমার দে বলেন, বোর্ড ফি’র বাইরে স্কাউট ফি, রেড ক্রিসেন্ট ফি, যাতায়াত খরচ, বিদ্যালয় উন্নয়ন ফিসহ বিভিন্ন খরচ বাবদ আমাদের কিছু টাকা বেশি নিতে হচ্ছে৷উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহাবুবুর রহমান বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্ধারিত ফি’র চেয়ে কোনো শিক্ষা প্রতিষ্ঠান অতিরিক্ত ফি আদায় করলে সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে৷