Mirja Fakrul

দৈনিকবার্তা-ঢাকা, ১৯নভেম্বর: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,আওয়ামী লীগের নির্যাতন-নিপীড়ন দুঃশাসনে দেশ আজ ধ্বংসের কিনারে উপনীত হয়েছে৷ দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা আজ হুমকির মুখে৷ বহুদলীয় গণতন্ত্রের শেষ চিহ্নটুকু মুছে ফেলে আবারো একদলীয় শাসনের অন্ধকার গুহায় দেশকে ঠেলে দেয়া হয়েছে৷

বুধবার বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৪৯তম জন্মবার্ষিকীতে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন৷বিবৃতিতে ফখরুল বলেন, দেশের জনগোষ্ঠীর তৃণমূলে দীর্ঘদিনের অচলায়তন কাটিয়ে প্রাণসঞ্চার করেছিলেন তারেক রহমান৷ তৃণমূলে অনগ্রসর জনগোষ্ঠীকে স্বাবলম্বী করার জন্য তার হাঁস মুরগী-ছাগল বিতরণের কর্মসূচি আজও দেশবাসী ভুলে যায়নি৷ সমাজে পিছিয়ে পড়া মানুষকে আর্থিকভাবে স্বচ্ছল করতে পারলে তারা জাতীয় উন্নয়নে অংশীদার হতে পারবে এই বিশ্বাসেই তিনি দেশের সব জনপদে ঘুরে বেড়িয়েছেন৷ তার এ্ই প্রচেষ্টা সমাজে পিছিয়েপড়া মানুষের মধ্যে জাতীয় উন্নয়নের কর্মকাণ্ডে নিজেকে অংশীদারভাবার বোধ জাগ্রত হয়৷

বিবৃতিতে তিনি বলেন, ওয়ান ইলেভেনে তারেক রহমানকে নিঃশেষ করার জন্য মামলা, শারীরিক নির্যাতন থেকে শুরু করে ক্রমাগত অপবাদের ধারা বর্ষণ চালানোর পরও তাকে বিচলিত করতে পারেনি৷তিনি বলেন, যাদের আন্দোলনের ফসল ছিল ১/১১ সরকার তারা ক্ষমতায় এসেই তারেকের বিরুদ্ধে নানামুখী চক্রান্তে আরো কয়েক ধাপ এগিয়ে যায়৷ মামলার পর মামলা দিয়ে তাকে পর্যুদস্ত করতে সর্বোচ্চ চেষ্টা চালায় আওয়ামী সরকার৷ তবুও তারেক রহমানের প্রত্যয়দৃঢ় বিশ্বাসকে তারা দুর্বল করতে পারেনি৷ এখনো দুঃশাসনের হুমকি টওতিদিনই তার ওপর বর্ষিত হচ্ছে৷ ক্ষমতা জবরদখলকারীরা অবিরাম কটূক্তি ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে গেলেও তারেক রহমানকে তার বিশ্বাস ও আদর্শ থেকে বিন্দুমাত্র টলানো যায়নি৷

বিবৃতিতে ফখরুল বলেন, এই মুহূর্তে তারেক রহমানের অটুট মনোবল ও দৃঢ় নেতৃত্ব দুঃশাসনের বিরুদ্ধে জাতীয়তাবাদী শক্তিকে উজ্জীবিত করছে৷ আমি তার আশু সুস্থতা এবং সুখী ও দীর্ঘজীবন কামনা করছি৷

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের অটুট মনোবল ও দৃঢ় নেতৃত্ব বর্তমান সরকারের দুঃশাসনের বিরুদ্ধে জাতীয়তাবাদী শক্তিকে উজ্জীবিত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তৃণমূল পর্যায়ে তরুণ সমাজকে জাতীয়তাবাদী রাজনীতিতে উদ্বুদ্ধ করে উন্নয়ন ও উত্‍পাদনের সঙ্গে যুক্ত করতে পারলে দেশের কল্যাণ সাধিত হবে- এ চিন্তার ধারক-বাহক তারেক রহমান গ্রাম থেকে গ্রামান্ত রে ছুটে বেড়িয়েছেন৷

ফখরুল বলেন, সমাজে পিছিয়ে পড়া মানুষকে আর্থিকভাবে সচ্ছল করতে পারলে তারা জাতীয় উন্নয়নে অংশীদার হতে পারবেন- এ বিশ্বাসেই তারেক রহমান দেশের সকল জনপদে ঘুরে বেড়িয়েছেন৷ তার এ টওচেষ্টা সমাজে পিছিয়ে পড়া মানুষের মধ্যে জাতীয় উন্নয়নের কর্মকাণ্ডে নিজেকে অংশীদার ভাবার বোধ জাগ্রত হয়৷

১/১১ সরকার তারেক রহমানকে নি: শেষ করার জন্য মামলা, শারীরিক নির্যাতন থেকে শুরু করে ক্রমাগত অপবাদের পরও তাকে বিচলিত করতে পারেনি উল্লেখ করে ফখরুল বলেন, যাদের আন্দোলনের ফসল ছিল ১/১১ সরকার তারা ক্ষমতায় এসেই তারেকের বিরুদ্ধে নানামুখী চক্রান্তে আরও কয়েক ধাপ এগিয়ে যায়৷ফখরুল বলেন, মামলার পর মামলা দিয়ে তাকে পর্যদস্ত করতে সর্বোচ্চ েষ্টো চালায় আওয়ামী সরকার৷ তবুও তারেক রহমানের প্রত্যয়দৃঢ় বিশ্বাসকে তারা দুর্বল করতে পারেনি৷