দৈনিকবার্তা-ঢাকা, ১৯নভেম্বর: আন্তঃব্যাংক লেনদেনে দ্রুতগতি ও ঝুঁকিমুক্ত করতে দেশে রিয়েল টাইম গ্রোস সেটেলমেন্টে (আরটিজিএস) ব্যবস্থা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক৷সুইডেন ভিত্তিক সিএমএ স্মল সিস্টেমস এবি নামক প্রতিষ্ঠানের সঙ্গে বৃহস্পতিবার (২০ নভেম্বর) চুক্তি স্বাক্ষর করবে কেন্দ্রীয় ব্যাংক৷বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে জাহাঙ্গীর আলম কনফারেন্স হলের অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন গভর্নর ড. আতিউর রহমান৷
এতে অন্যদের মধ্যে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের সভাপতি এবং রাষ্ট্রায়ত্ব চার বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ বিভিন্ন ব্যাংকের ঊধর্্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন৷ কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র এএফএম আসাদুজ্জামান জানান, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহায়তায় রেমিটেন্স অ্যান্ড পেমেন্ট সিস্টেমস ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় আরটিজিএস প্রকল্প বাস্তবায়িত হচ্ছে৷
প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশে আন্তঃব্যাংক লেনদেনে নতুন মাত্রা সংযোজিত হবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, এর মাধ্যমে ব্যাংকের গ্রাহকেরা নির্দিষ্ট সময়ে ও মানসম্মত সেবা পাবেন৷স্থানীয় মুদ্রায় লেনদেনের পাশাপাশি এ ব্যবস্থায় দেশের অভ্যন্তরে বৈদেশিক মুদ্রার লেনদেনও করা যাবে বলে জানান আসাদুজ্জামান৷