দৈনিকবার্তা-চান্দিনা (কুমিল্লা), ১৮নভেম্বর: সারাদেশে ভোটার তালিকা হালনাগাদের কাজ শেষ হলেও ২০১৫ সালের ১ জানুয়ারি পর্যন্ত প্রাপ্তবয়স্কদের ভোটার হওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী৷মঙ্গলবার দুপুরে কুমিল্লার চান্দিনা উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় পরিদর্শন ও ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সম্পর্কে আলোচনাকালে তিনি এ কথা বলেন৷
ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম এবং আসন্ন হাইচর উপজেলার চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে কুমিল্লা ও চাঁদপুর সফরে রয়েছেন তিনি৷জাবেদ আলী বলেন, যারা ইতোমধ্যে কোনো কারণে ভোটার হতে পারেননি, তারা জেলা ও উপজেলা নির্বাচন অফিসারের কাছে ভোটার তালিকা রিভাইজিং করার আপত্তি জানিয়ে ভোটার হতে পারবেন৷
তবে আপত্তিপত্রের সঙ্গে সংশ্লিষ্ট কাগজপত্র-স্থায়ী বাসিন্দা সনদ ও যে কারণে হালনাগাদ তালিকায় অনর্্তভূক্ত হতে পারেননি সে কারণ ব্যাখ্যা করে স্ব স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার মেয়র কতৃক প্রত্যয়নপত্র জমা দিতে হবে৷তিনি জানান, যাদের বয়স আগামী ১ জানুয়ারি ২০১৫ সালের মধ্যে ১৮ বছর পূর্ণ হবে তারাও একইভাবে আবেদন করতে পারবেন৷
এ সময় তিনি উপযুক্ত বয়সের কোনো স্থায়ী নাগরিক যাতে ভোটার তালিকা থেকে বাদ না পড়ে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের জনপ্রতিনিধিদের দৃস্টি আকর্ষণ করেন৷নাগরিকদের জন্ম সনদ, সার্টিফিকেট ও ভোটার কার্ডের জন্ম তারিখে অনেক সময় বিভ্রান্তি থাকে, এমন প্রশ্নের উত্তরে ইসি বলেন, অনলাইনে জন্ম সনদ ও ভোটার তালিকা হালনাগাদ করতে সরকার সার্বিক সহযোগিতা করছেন৷ আগামী ১০ বছরের মধ্যে কোনো শিশু জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে তার জন্ম তারিখ অলাইনে লিপিবদ্ধ হবে৷ তার বয়স যখনই ১৮ বছর পূর্ণ হবে তখন সংক্রিয়ভাবে তার ভোটার কার্ড তৈরি হয়ে তার ঠিকানায় পৌঁছে যাবে৷ তখন বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করার প্রয়োজন হবে না৷
জাতীয় পরিচয়পত্র বা ভোটার কার্ড নকল করার প্রবণতা সম্পর্কে তিনি বলেন, নকল কার্ড সনাক্তে ‘এএফআইএস’ এর ব্যবস্থা রয়েছে৷ তবে আগামী কয়েক বছরের মধ্যে স্মার্ট কার্ড চালু হবে, তখন নকল প্রবণতা অনেকটাই কমে যাবে৷
চান্দিনা উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তপন বঙ্ী, উপজেলা নির্বাহী অফিসার শেখ ছালেহ্ আহাম্মদ, জেলা নির্বাচন অফিসার রাসেদুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান মোসলেহ্ উদ্দিন, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মাসুদুল হক, চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) জহিরুল ইসলাম, উপপরিদর্শক (এসআই) আব্দুল-আল মামুন প্রমুখ৷