image_8_1625

দৈনিকবার্তা-ঢাকা, ১৮নভেম্বর: বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত চুক্তি করার পথ অনেকটাই প্রশস্ত হয়েছে৷ সোমবার দিলি্লতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিযেছেন, সীমান্ত চুক্তিতে তার দলের কোনও আপত্তি নেই৷ তবে এই চুক্তির ফলে, যারা ক্ষতিগ্রস্থ হবেন তাদের উপযুক্ত ক্ষতিপূরণ ভারত সরকারকে দিতে হবে এবং সেটা রাজ্য সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমেই দিতে হবে৷ এতদিন তিস্তার মত সীমান্ত চুক্তি নিয়ে মমতা অনঢ় অবস্থান নিয়েছিলেন৷

গত সরকারের আমলে রাজ্যসভায় বিলটি পেশ করার সময় তৃণমূল কংগ্রেস সদস্যরাই প্রবল আপত্তি জানিয়েছিল৷ তবে এখন মমতার এই সুর বদলের ফলে আগামী শীতকালীন সংসদ অধিবেশনে সীমান্ত চুক্তি সংক্রান্ত সংবিধান সংশোধনী বিলটি পাশ করানো সহজ হবে বলে মনে করা হচ্ছে৷ বিলটি বর্তমানে সংসদের স্ট্যান্ডিং কমিটিতে রয়েছে৷ কমিটি ইতিমধ্যেই বিলটি নিযে আলোচনা করে তা আগামী সংসদ অধিবেশনে পেশ করার জন্য ছাড়পত্র দিয়েছে৷ সেই মতই সরকার বিলটি সংসদ অধিবেশনের প্রথম সপ্তাহেই পেশ করতে পারে বলে মনে করা হচ্ছে৷ মমতা এদিন পরিস্কার করেই বলেছেন, সীমান্ত চুক্তির অংশ হিসেবে ছিটমহল বিনিময়ে স্থানীয মানুষের কোনও আপত্তি না থাকলে আমারও কোনও আপত্তি নেই৷ আমরা সমীক্ষা করে দেখেছি, স্থানীয় মানুষের কোনও আপত্তি নেই৷ তারা কেবল উপযুক্ত ক্ষতিপূরণ চাইছেন৷ তবে ক্ষতিপূরণের ব্যাপারে মমতা জানিয়েছেন, শুনেছি স্ট্রান্ডিং কমিটিতে ক্ষতিপূরণের ব্যাপারে একতরফাভাবে কথা হয়েছে৷ কিন্তু এভাবে ভারত সরকার রাজ্যকে এড়িয়ে গিয়ে একতরফা কোনও সিদ্ধান্ত নিতে পারে না৷ তবে সীমান্ত চুক্তিতে সায় দেবার কথা জানালেও তিস্তার পানি বন্টন নিয়ে মমতা এখনও আগের অবস্থানেই অনঢ় রয়েছেন৷

তিনি বলেছেন, তিস্তার পানির সঙ্গে রাজ্যের স্বার্থের প্রসঙ্গটি জড়িত৷ অবশ্য মমতা তিস্তায় পানির প্রবাহ জানতে নদী বিশেষজ্ঞ কল্যান রুদ্রকে নিয়ে একটি কমিটি গঠন করেছিলেন৷ সেইকমিটি অনেক দিন আগেই রিপোর্ট সরকারের কাছে জমা দিলেও মমতা সে ব্যাপারে আর কোনও উচ্চবাচ্য করেন নি৷ তবে মমতা অভিযোগ করেছেন, ভারত সরকার গোপনে ফরাক্কা দিয়ে পানি ছেড়েছে, তিস্তার পানিও ছেড়েছে৷ আর তিস্তার পানি বন্টনে যে তার সায় এখনও নেই সেই ইঙ্গিতই তিনি দিয়েছেন৷ তবে মমতা দাবি করেছেন, গত ইউপিএ সরকারের আমলে তার সরকারের সঙ্গে বাংরাদেশের সমর্্পক খারাপ হলেও এখন বাংলাদেশের সঙ্গে তার দল ও সরকারের সম্পর্ক মোটেই খারাপ নয়