www.bonikbarta.com

দৈনিকবার্তা-ঢাকা, ১৮নভেম্বর: পোলিও রোগের জন্য দায়ী একটি ভাইরাস পৃথিবী থেকে বিদায় নিয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডবি্লউএইচও) এবং সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)৷ গত দুই বছরে ওই ভাইরাসের আক্রমণে বিশ্বে কোথাও পোলিও সংক্রমণের খবর পাওয়া যায়নি৷ এতে ধারণা করা হচ্ছে, বিশ্বব্যাপী পোলিও ভাইরাস টাইপ-৩ নামের ওই ভাইরাসটির বিলুপ্তি ঘটেছে৷ সামপ্রতিক এক প্রতিবেদনে সংস্থা দুটি এ তথ্য প্রকাশ করে৷ খবর ইয়াহু নিউজ৷

এ ভাইরাসের বিলুপ্তিকে পোলিও দূরীকরণের চেষ্টার ঐতিহাসিক সাফল্য হিসেবে উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে৷ তিনটি ভাইরাসের সংক্রমণে পোলিও রোগ হয়৷ এগুলো হলো টাইপ-১, টাইপ-২ ও টাইপ-৩৷ ভাইরাসগুলোর মধ্যে টাইপ-১-এর সংক্রমণ এখনো জোরালোভাবে দেখা যাচ্ছে নাইজেরিয়া, পাকিস্তান ও আফগানিস্তানে৷ আর ১৯৯৯ সালে টাইপ-২ ভাইরাসের সংক্রমণ বন্ধ হয়ে যায়৷ এখন বিলুপ্ত হলো আরো একটি৷ বাকিটির সংক্রমণও বন্ধ হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট গবেষকরা৷

এ ভাইরাসের আক্রমণে পোলিও বা পোলিওমেলিটিস নামক রোগ ছড়ায়৷ এটি একটি সংক্রামক ও অনিরাময়যোগ্য ব্যাধি৷ তবে টিকার মাধ্যমে এটি প্রতিরোধ করা যায়৷ আশির দশকে এ ভাইরাসের সংক্রমণে বিশ্বব্যাপী প্রাণ হারানো ও পঙ্গুত্ববরণকারী মানুষের সংখ্যা সাড়ে ৩ লাখ৷