দৈনিকবার্তা-বরিশাল , ১৮নভেম্বর: বরিশাল সদর উপজেলার চর আইচা ও চরআবদানি মৌজায় বালু উত্তোলন বন্ধের নির্দেশ দিয়েছে হাই কোর্ট৷বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেয়৷আদালতে আবেদনকারী পক্ষে শুনানি করেন মো.ইকবাল কবির লিটন৷ রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোতাহার হোসেন সাজু৷
আদেশের পর লিটন বলেন, এই দুটি মৌজা আব্দুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতুর এক কিলোমিটারের মধ্যে৷ এই সীমার মধ্যে বালু উত্তোলন করা যায় না৷এসএম হাসান হোসেন এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান চরকাউয়া, চর আইচা ও চর আদবানি মৌজা থেকে বালু উত্তোলন করছে৷বরিশালের সদর উপজেলার দক্ষিণ চর কাউয়ার ১৪৫৬ ও ১৪৬৫ নম্বর মৌজার ঘোষিত বালুমহাল কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে একটি রুলও জারি করেছে আদালত৷
কীর্তনখোলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন রোধ এবং নদীরক্ষায় কেন নির্দেশ দেওয়া হবে না এবং ভবিষ্যতে বালুমহাল শুরুর আগে কেন পরিবেশগত প্রভাব নিরূপণ ও পরিবেশগত ছাড়পত্র নিতে নির্দেশ দেয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে৷ভূমি সচিব, পরিবেশ সচিব, পানি সচিবসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে৷