06_69076

দৈনিকবার্তা-ঢাকা,১৭নভেম্বর: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান এই অবৈধ সরকার নিজেদের জনপ্রিয়তা শুন্যের কোঠায় আঁচ করতে পেরেই দ্বিগি্বদিক জ্ঞানশুন্য হয়ে ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে তারা সর্বগ্রাসী অনাচার চালিয়ে যাচ্ছে৷ আর এজন্য তারা রক্তাক্ত জনপদে পরিণত করেছে সারা বাংলাদেশকে৷ সারাদেশে সন্ত্রাসী ধারাবাহিকতায় নির্মমভাবে গুলি করে হত্যা করা হলো চট্টগ্রাম উত্তর যুবদল নেতা মাহবুব আলমকে৷

সোমাবার এক প্রেস বিজ্ঞপ্তিতে গত রাতে চট্টগ্রাম উত্তর জেলার রাগুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক মাহবুব আলমকে নৃশংসভাবে গুলি করে হত্যা ঘটনায় তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল এসব কথা বলেন৷এ ঘটনায় যুবদলের আরেক নেতা নুরুল আমিন গুলিবিদ্ধ হয়ে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিত্‍সাধীন আছেন৷বিবৃতিতে ফখরুল বলেন, আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে দেশের আপামর জনসাধারণ যখন সোচ্চার তখন বর্তমান শাসকগোষ্ঠী বিরোধী দলের নেতা-কর্মীদেরকে সন্ত্রাসী বাহিনী দিয়ে নিশ্চিহ্ন করার মরণঘাতি কর্মসূচি চালিয়ে যাচ্ছে৷ এক্ষেত্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলীয় ক্যাডার সাজিয়ে হত্যা, গুম, অপহরণের কাজে অত্যন্ত পরিকল্পিতভাবে ব্যবহার করা হচ্ছে৷ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তা-ব ও সন্ত্রাসী কর্মকাণ্ডে বিরোধী দলীয় নেতা-কর্মীসহ দেশের সাধারণ মানুষ উদ্বেগ উত্‍কন্ঠায় দিন কাটাচ্ছে৷

বিএনপিকে নিশ্চিহ্ন করতে সরকার মরণঘাতি কর্মসূচি হাতে নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷ফখরুল বলেন, আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে জনসাধারণ যখন সোচ্চার তখন সরকার বিএনপির দলের নেতাকর্মীদেরকে সন্ত্রাসী বাহিনী দিয়ে নিশ্চিহ্ন করার মরণঘাতি কর্মসূচি চালিয়ে যাচ্ছে৷ তিনি বলেন,আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলীয় ক্যাডার সাজিয়ে হত্যা,গুম, অপহরণের কাজে ব্যবহার করা হচ্ছে৷আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তান্ডব ও সন্ত্রাসী কর্মকাণ্ডেবিএনপির দলীয় নেতাকর্মীসহ দেশের সাধারণ মানুষ উদ্বেগ উত্‍কন্ঠায় দিন কাটাচ্ছে৷

মির্জা ফখরুল বলেন,নিজেদের জনপ্রিয়তা শুন্যের কোঠায় বুঝতে পেরে ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে তারা সর্বগ্রাসী অনাচার চালিয়ে যাচ্ছে৷বর্তমান স্বৈরশাসকের খুন জখমের রাজনীতির বিরুদ্ধে জনগণ এখন কঠিন প্রতিরোধে প্রতিজ্ঞাবদ্ধ৷জনগণ শীঘ্রই বৃহত্তর গণআন্দোলনের মাধ্যমে নব্য বাকশালি শাসনের পতন ঘটাবে৷ তিনি অবিলম্বে মাহবুব আলমমের হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান৷