দৈনিকবার্তা-ঢাকা, ১৭নভেম্বর: সরকার অগণতান্ত্রিকভাবে বিএনপি নেতাকর্মীদের গুপ্তহত্যা করছে বলে অভিযোগ করেছেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী৷ সোমবার রাজধানীতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন৷যশোর জেলা বিএনপির সভাপতিসহ ৪২ জন নেতাকর্মীর বিরুদ্ধে দায়েরকৃত মামলার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের প্রতিবাদে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন৷রিজভী বলেন, বিএনপির নেতাকর্মীদের ওপর দমনপীড়ন করা সরকারের বিকৃত নেশায় পরিণত হয়েছে৷
এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ. টি. ইমামের ছাত্রলীগ নিয়ে করা মন্তব্যের সমালোচনা করে বিএনপির এ নেতা বলেন, এইচ টি ইমামের বক্তব্য থেকেই দেশের মানুষ বুঝতে পেরেছেন আওয়ামী লীগ কিভাবে ক্ষমতায় এসেছে এবং তারা কি করতে চায়৷তিনি আরো বলেন, আওয়ামী লীগের মতো অ্যানালগমার্কা ডিজিটাল নয়, সত্যিকারের ডিজিটাল আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে৷
৭৫ সালের প্রাথমিক বাকশাল যেমন বেশিদিন টিকেনি তেমনি বর্তমানের বর্ণচোরা সেকেন্ডারি বাকশাল বেশি দিন টিকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ৷রিজভী বলেন, ৫ জানুয়ারির ভোটারবিহীন নির্বাচন ও ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতিষ্ঠিত করা নিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম বক্তব্য দিয়ে সরকারি ষড়যন্ত্রের চিচিংফাঁক করে দিয়েছেন৷ অবৈধভাবে টিকে থাকার জন্য ক্ষমতাসীন সরকারকে ইমাম সাহেবদের উপর নির্ভর করতে হয়৷ কারণ জালিয়াতির করে কীভাবে প্রভুদের খুশি করতে হয় সেটি খুব ভালো করেই জানেন এইচ টি ইমাম সাহেবরা৷
রিজভী বলেন, আওয়ামী লীগ ডিজিটাল বাংলাদেশের নামে ডিজিটাল দুর্নীতি, গুপ্ত হত্যা, খুন গুম, বিচার বহির্ভূত হত্যা, মুক্তিপণ আদায়, ট্রাফিক জ্যাম, বিদ্যুত্ গ্যাসের সংকট ও পরিবেশ দূষণ জনগণকে উপহার দিয়েছে৷ তাই এই সরকারকে এনালগ আওয়ামী লীগিয় ডিজিটাল নয় বরং প্রকৃত ডিজিটাল পদ্ধতিতে উত্খাত করে বুঝিয়ে দিতে হবে আসলে ডিজিটাল পদ্ধতিটা কী? ‘বিএনপি নেতা-কর্মীদের ওপর দমন-পীড়ন সরকারের বিকৃত নেশায় পরিণত হয়েছে’ এমন মন্তব্য করে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ৭৫ সালের প্রাইমারি বাকশাল যেমন বেশি দিন টিকতে পারেনি তেমনিভাবে বর্তমান সেকেন্ডারি বাকশাল ও টিকতে পারবে না৷
রিজভী বলেন, বিশ্বের সব স্বৈরাচারের জন্য এক আদর্শ পুলিশি রাষ্ট্রের রোল মডেল হচ্ছে এ ভোটারবিহীন আওয়ামী সরকারের মডেল৷এ সরকারের কাছে দায়বদ্ধতা বলতে কিছু নেই মন্তব্য করে রিজভী বলেন, এদের আস্কারা পেয়ে পুলিশ প্রশাসন কাউকে তোয়াক্কা করছে না৷ যখন যাকে মন চাচ্ছে গ্রেফতার করে নির্যাতন চালাচ্ছে৷ বিএনপির যুগ্ম মহাসচিব আরো বলেন, ৭৫ সালের প্রাইমারি বাকশাল যেমন বেশি দিন টিকতে পারেনি তেমনি ভাবে বর্তমান সেকেন্ডারি বাকশালও টিকতে পারবে না৷
রিজভী আরো বলেন,গত ৫জানুয়ারির নির্বাচন ও ছাত্রলীগ নেতা-কর্মীদের প্রতিষ্ঠিত করা নিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের মন্তব্যের কারণে নাকি অবৈধ প্রধানমন্ত্রী তার ওপর নারাজ হননি৷ এখনো তার ওপর পূর্ণ আস্থা রয়েছে৷ যাদের সঙ্গে নিয়ে বর্তমান প্রধানমন্ত্রী অপকর্ম চালিয়েছেন তাদের প্রতি তো তার আস্থা থাকবেই৷ এ আর নতুন কী?সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল, দলের অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহ-দফরত বিষয়ক সম্পাদক আবদুল লতিফ জনি প্রমুখ৷