image_152143.tralor

দৈনিকবার্তা-কঙ্বাজার, ১৭নভেম্বর: অবৈধভাবে মালয়েশিয়া পাচারের পথে গভীর সমুদ্রে ৬১৪ জন আরোহীসহ মিয়ানমারের পতাকাবাহী একটি ট্রলার আটক করেছে নৌবাহিনী৷ নৌবাহিনীর সেন্ট মার্টিন ফরোয়ার্ড বেইজের লেফটেন্যান্ট কামান্ডার মোস্তফা কামাল জানান, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সেন্ট মার্টিন দ্বীপ থেকে ৫০ নটিক্যাল মাইল দূরে ওই ট্রলারটি আটক করে নৌবাহিনীর জাহাজ বানৌজা দুর্জয়৷

আরোহীসহ ট্রলারটি উপকূলে নিয়ে আসা হচ্ছে৷ তবে সেটি টেকনাফ পৌঁছাতে মঙ্গলবার সকাল হয়ে যেতে পারে বলে মোস্তফা কামাল জানান৷ নৌবাহিনীর কর্মকর্তাদের ধারণা, ওই ট্রলারের আরোহীরা বাংলাদেশের উপকূল থেকে একটি নৌযানে করে মিয়ানমার সীমান্তবর্তী সাগরে যায়৷ অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার এরপর তারা মিয়ানমারের পতাকাবাহী ওই ট্রলারে ওঠে৷সন্দেহ হওয়ায় নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ‘দুর্জয়’ ওই ট্রলারে তল্লাশি চালায় বলে লেফটেন্যান্ট কামান্ডার মোস্তফা কামাল জানান৷

ট্রলারে করে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে মালয়েশিয়ায় যাওয়া চেষ্টার সময় প্রায়ই আটকের ঘটনা ঘটে৷ সমপ্রতি থাইল্যান্ডের জঙ্গল থেকে অবৈধভাবে সেদেশে যাওয়া ৭৮ জনকে উদ্ধার করা হয়, যাদের অধিকাংশই বাংলাদেশি৷তবে গভীর সাগরে কোনো নৌযান থেকে এর আগে একসঙ্গে এতো মানুষকে উদ্ধার করা হয়নি৷জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) তথ্য অনুযায়ী, বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় ১৫ হাজার মানুষ পাচার হয়, যাদের অধিকাংশই নারী ও শিশু৷এর বাইরে একটি বড় অংশ কাজের খোঁজে প্রাণের ঝুঁকি নিয়ে বিদেশে পাড়ি জমানোর চেষ্টা করেন৷