United-Nations-General-Assembly-600x337

দৈনিকবার্তা-ঢাকা, ১৬ নবেম্বর: মানবাধিকার পরিস্থিতি অবনতির জন্য উত্তর কোরিয়ার বিরুদ্ধে একটি নিন্দা প্রসত্মাবের ওপর মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের একটি কমিটিতে ভোটাভুটি অনুষ্ঠিত হতে যাচ্ছে৷ ইউরোপীয় ইউনিয়ন ও জাপানের খসড়া করা এ প্রসত্মাবটি পাস বলে পিয়ংইয়ং মানবতা বিরোধী অপরাধের জন্য আনত্মর্জাতিক ফৌজদারি আদালত (আইসিসি)তে আসামির কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য হতে পারে৷

প্রসত্মাবটিতে গত ফেব্রম্নয়ারিতে প্রকাশিত জাতিসংঘের একটি রিপোর্ট থেকে ব্যাপকভাবে উদ্ধৃত করা হয়েছে৷ ওই রিপোর্টে একটি বিশাল কারা-শিবিরের বিসত্মারিত বিবরণ নির্যাতন, সংৰিপ্ত বিচার এবং ধর্ষণের অভিযোগ করা হয়েছে৷ জাতিসংঘ তদনত্ম কমিটির এ রিপোর্ট অনুযায়ী এসব অপরাধের দায় বর্তায় রাষ্ট্রের সর্বো”চ সত্মরে৷ রিপোর্টটির উপসংহারে বলা হয়েছে এসব নৃশংসতা মানবতা বিরোধী অপরাধের শামিল৷

উত্তর কোরিয়ার বিরম্নদ্ধে আনীত এ প্রসত্মাবে নিরাপত্তা পরিষদকে পিয়ংইয়ংকে হেগ-ভিত্তিক আইসিসির সম্মুখীন করার আহ্বান জানানো হয়৷ প্রসত্মাবটি পিয়ংইয়ংয়ে উত্‍কন্ঠিত করে তোলে৷ তারা এ প্রসত্মাবের কঠোরতা অনুচ্ছেদ বাতিলের লৰ্যে ব্যাপক কূটনৈতিক তত্‍পরতা শুরু করে৷কিউবা গত সপ্তাহে প্রসত্মাবটির একটি সংশোধনী এনেছে৷ এটির ওপরও ভোটাভুটি হবে৷ কিউবার উদ্যোগের জবাবে ইউরোপীয় ইউনিয়ন শুক্রবার একটি নতুন টেঙ্ট উপস্থাপন করেছে৷