দৈনিকবার্তা-ঢাকা, ১৬ নবেম্বর:: টানা তিন বছর বিরতির পর নতুন অ্যালবাম নিয়ে ফিরছেন সংগীতশিল্পী আপেল মাহমুদ৷ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ‘দ্য লিজেন্ড-আপেল মাহমুদ’ শিরোনামের এই অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হবে৷
জি-সিরিজের ব্যানারে প্রকাশিতব্য অ্যালবামটির মোড়ক উন্মোচন করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক৷ এসময় আরো উপস্থিত থাকবেন সংগীতশিল্পী ও ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরী, সৈয়দ আব্দুল হাদী, কুমার বিশ্বজিত্, এন্ড্রু কিশোর, ফাহমীদা নবী, মনির খান ও জি-সিরিজের কর্ণধার নাজমুল হক ভুঁইয়া খালেদ৷
‘দ্য লিজেন্ড-আপেল মাহমুদ’ অ্যালবামটি মূলত আধুনিক, ফোক এবং পুরনো দিনের মোট ৮৫ টি গানের সংস্করণ৷ অ্যালবামের বেশিরভাগ গানের কথা ও সুর করেছেন শিল্পী নিজেই৷ পাশাপাশি এতে থাকছে খান আতাউর রহমান, রফিকুজ্জামান, আলাউদ্দিন আলী, লাকী আখন্দ, সেলিম আশরাফ, কবি জাহিদুল হক, মনিরুজ্জামান মনির, আশরাফ প্রমুখ গীতিকার ও সুরকারের গান৷