দৈনিকবার্তা-গাজীপুর, ১৬ নবেম্বর: গাজীপুরে কালীগঞ্জের এক জেডিসি পরীৰা কেন্দ্রে প্রশ্নপত্রের সমাধান লিখে পরীৰার্থীদেরকে খাতা সরবরাহ করার অভিযোগে এক মাদ্রাসা শিৰককে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত৷ দন্ডপ্রাপ্ত ওই শিৰকের নাম হাদিউর রহমান (৪০)৷ সে স্থানীয় নরম্নন দাখিল মাদ্রাসার গণিত বিষয়ের শিৰক৷
রবিবার দুপুুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভাস্কর দেবনাথ বাপ্পি এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন৷ তিনি জানান, দুর্বাটি কামিল মাদ্রাসা কেন্দ্রে জেডিসি গণিত পরীৰা চলাকালে শিৰক হাদিউর রহমান (৪০) কৰ পরিদর্শকের দায়িত্ব পালন করছিলেন৷ এসময় অতিরিক্ত উত্তরপত্রে প্রশ্নপত্র সমাধান লিখে পরীৰার্থীদেরকে সরবরাহ করার সময় উপজেলা মাধ্যমিক শিৰা অফিসার নার্গিস সুলতানার কাছে তিনি ধরা পড়েন৷ পরীৰার হলে অসদুপায় অবলম্বন করার অপরাধের এ ঘটনায় হাদিউর রহমানকে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট পাবলিক পরীৰা সমূহ অপরাধ আইন ১৯৮০ এর ৯ ধারা মোতাবেক অভিযুক্ত ওই শিৰককে দু’বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন৷