দৈনিকবার্তা-ঢাকা, ১৬ নবেম্বর: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আওয়ামী লীগ তো স্বৈরাচারী এরশাদের সাথে জোট করেছে৷ আওয়ামী লীগ স্বৈরাচারের দল৷ স্বৈরাচারী ক্ষমতা বেশিক্ষণ টিকে না, পতন অনিবার্য৷ জয়কে ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, অতি সমপ্রতি একজন নবীন নেতা, যার দলে কোনও পদ আছে কিনা জানি না, তিনি বলেছেন- বিএনপি রাজাকারের দল৷ রাজাকারের সঙ্গে জোট হয়েছে বলে সেজন্য রাজাকারের দল৷ এখন যেকোনও মানুষই প্র্রশ্ন করতে পারে, আওয়ামী লীগ স্বৈরাচার সঙ্গে জোট বেঁধেছে,একাত্তরে তাদের ভাষায় জাসদ সন্ত্রাসী দল ছিল, তাদের সঙ্গে ঐক্য করেছে৷ তাহলে আওয়ামী লীগ স্বৈরাচারের দল?
রোববার এ আলোচনা সভায় জামায়াতের সাথে জোট করায় বিএনপিকে রাজাকারের দল শেখ হাসিনা পুত্র সজিব ওয়াজেদ জয়ের এমন মন্তব্যের তীব্র সমালোচনা করে তিনি এ কথা বলেন৷ জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি আয়োজিত মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৩৮তম মৃতু্যবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভায় আয়োজন করে৷
নজরুল ইসলাম খান বলেন, আওয়ামী লীগ মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আদর্শের রাজনীতি করে না৷ তারা ক্ষমতার রাজনীতি করে৷ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতাকালীন সভাপতি ছিলেন মওলানা ভাসানী৷ আওয়ামী লীগ তার জন্ম ও মৃতু্যদিন পালন করে না৷ বিএনপি তার আদর্শে আদর্শবান হয়ে তার জন্ম ও মৃতু্যদিন পালন করে প্রতিবছর৷তিনি ছাত্রদের আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, ইতিপূর্বে যত আন্দোলন হয়েছে তাতে ছাত্রদের ব্যাপক অংশগ্রহণ থাকায় আন্দোলন সফল হয়েছে৷ তাই সরকার পতনের আন্দোলনকে বেগবান করতে ছাত্র এবং শ্রমিকদের অধিক হারে অংশগ্রহণ করতে হবে৷
জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব কেড়ে নেওয়া উচিত\’খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের বক্তব্যের সমালোচনা করে নজরুল ইসলাম খান বলেন বলেন, যিনি এ ধরনের কথা বলেছেন ৭১ সালে তিনি যুদ্ধের ধারে-কাছেও ছিলেন না৷ পক্ষান্তরে জিয়াউর রহমান জীবন বাজি রেখে রণাঙ্গনে যুদ্ধ করেছেন৷ তিনি ধার করে খেতাব নেননি৷
বিএনপির এই শীর্ষ নেতা বলেন, রাষ্ট্র যদি নাগরিকের নিরাপত্তা দিতে না পারে তাহলে সরকারের প্রয়োজন কি? জনগণ যেহেতেু এ সরকারকে ভোট দেয়নি৷ তাই তাদের জবাবদিহিতাও নেই৷ এ কারণে তারা প্রতিনিয়ত গুম-খুন ও দুর্নীতি করে যাচ্ছে৷তিনি মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, আমি একজন শ্রমিক কর্মী হয়ে মওলানা ভাসানীকে নেতা হিসেবে মান্য করি৷ তিনি শ্রমিকদের অধিকার আদায়ে সবার আগে এগিয়ে আসতেন৷
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক খুনসহ বিভিন্ন ঘটনা তুলে ধরে তিনি বলেন, এই সরকারের কারণেই দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে৷নজরুল বলেন, দেশকে এই অবৈধ সরকারের হাত থেকে মুক্তি করতে হলে আন্দোলন করতে হবে৷ আমরা বাকশালী গণতন্ত্র চাই না৷ দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে, শ্রমিকদের কর্মসংস্থান করতে হলে, শিক্ষাঙ্গনে শান্তি ফিরিয়ে আনতে হলে এই সরকারকে হটাতে হবে৷জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় সরকারের পদত্যাগ দাবি করেন তিনি৷ সোমবার মওলানা ভাসানীর ৩৮তম মৃতু্যবার্ষিকী৷ দিবসটি পালনে বিএনপি দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে৷
মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উদযাপন জাতীয় কমিটির সদস্য সচিব শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে সাবেক মন্ত্রী নূর মোহাম্মদ খান, সাবেক ছাত্র নেতা নাজমুল হক নান্নু, চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম, যুবদলের আবদুস সালাম আজাদ, শ্রমিক দলের আনোয়ার হোসাইন, মহিলা দলের শিরিন সুলতানা, উলামা দলের হাফেজ আবদুল মালেক, ছাত্র দলের রাজিব আহসান প্রমুখ বক্তব্য রাখেন৷