দৈনিকবার্তা-মুন্সিগঞ্জ,১৫নভেম্বর: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষার যুগোপযোগী মান বাড়াতে সবাইকে এগিয়ে আসতে হবে৷ শিক্ষার গুণগতমান বাড়াতে হলে শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধি করতে হবে৷ শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার মধ্য দিয়ে মেধাবী হিসেবে গড়ে তুলতে হবে৷শনিবার দুপুর ১টার দিকে মুন্সিগঞ্জের লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন আয়োজিত কৃতী শিক্ষার্থী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন৷শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষকদের বাসা ভাড়া ১০০ টাকার স্থলে ৫০০ টাকায় উন্নীত করেছে৷
আয়োজক সংগঠনের সভাপতি মো. কবির ভূঁইয়া কেনেডির সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা দেন- বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ড. নূহ-উল-আলম লেনিন, মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল, লৌহজং উপজেলার চেয়ারম্যান ওসমান গনি তালুকদার, লৌহজং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফকির মো. আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সিকদার, অপ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুজীব বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন, লৌহজং উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ডা. আবু ইউসুফ ফকির, লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. মোজাম্মেল হোসেন, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ৷
অনুষ্ঠানে ২১৮ জন কৃতী শিক্ষার্থী, প্রখ্যাত সাংবাদিক শাহজাহান মিয়াসহ ৭ জনকে গুণীজন ৫টি শিক্ষা প্রতিষ্ঠানকে ষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা প্রদান করা হয়েছে৷