kamru6_61184

দৈনিকবার্তা-ঢাকা, ১৫নভেম্বর: লন্ডনে বসে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান জঙ্গিবাদের মদদ দিচ্ছেন বলে অভিযোগ করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম৷ খালেদা জিয়া এবং হাওয়া ভবনের সঙ্গে জঙ্গিবাদের সরাসরি সম্পর্ক রয়েছে বলেও মন্তব্য করেন তিনি৷

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে শনিবার গণতান্ত্রিক ইসলামী ঐক্যজোট আয়োজিত ‘জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে রাষ্ট্রের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন৷২০০১ থেকে ২০০৬ দেশে জঙ্গিবাদের উত্থানের সময় উল্লেখ করে কামরুল ইসলাম বলেন, এসময় তত্‍কালীন ক্ষমতার কেন্দ্রবিন্দু হাওয়া ভবনে বাংলা ভাই, শায়খ আব্দুর রহমান এবং মুফতি হান্নানের মতো জঙ্গিদের নিয়ে একাধিক বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷

তিনি বলেন, খালেদা জিয়া নিজের চেহারা আয়নায় দেখেন না৷ তিনি আজ যে জঙ্গিবাদের লালন করছেন একদিন সেটাই তার জন্য কাল হয়ে দাঁড়াবে৷ এই জঙ্গিরা তাকেও একসময় ছোবল মারবে৷মন্ত্রী বলেন, খালেদা জিয়া আগুন নিয়ে খেলেছেন৷ সেই আগুনে বাংলাদেশ, ভারত এবং মিয়ানমার এই তিনটি দেশ পুড়ে ছাড়খার হওয়ার অবস্থা তৈরি হয়েছে৷

মন্ত্রী বলেন, দেশের র্যাব-পুলিশকে অস্ত্র, ট্রেনিং না দিতে বিদেশিদের কাছে আহ্বান জানিয়ে খালেদা জিয়া সরকার এবং রাষ্ট্র উভয়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন৷ পাশাপাশি লন্ডনে বসে তারেক রহমান আইএসআই-এর এজেন্ট হিসেবে কার করে যাচ্ছেন৷ এখনই সময় ঐক্যবদ্ধভাবে তাদের এই অপতত্‍পরতা রুখে দেয়ার৷

খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম এমপি বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের যুগোপযোগী পরিকল্পনার কারণে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে৷ খাদ্য সংরক্ষণ ব্যবস্থা আধুনিকায়নের মাধ্যমে অধিক হারে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই এ সরকারের প্রধান লক্ষ্য৷ বিএনপি’র আন্দোলনের হুংকার অসারপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন ও আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি অপহরণের পর হত্যার নতুন ফর্মুলায় ষড়যন্ত্র করে এগুচ্ছে৷ খাদ্যমন্ত্রী বলেন, বিএনপি নেত্রী জঙ্গিবাদকে উস্কে দিয়ে তিনি দেশকে আবার অস্থিতিশীল করতে চান৷ তবে দেশবাসী তার এই ষড়যন্ত্র সফল হতে দেবে না৷

মন্ত্রী বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গঠনের যে রোডম্যাপ জননেত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন, মানবসম্পদকে জনসম্পদে পরিণত করতে পারলে সেই অভিষ্ট লক্ষ্য অর্জন সম্ভব হবে৷ মন্ত্রী স্বাধীনতা বিরোধীদের কোন ধরনের অপপ্রচারে বিভ্রানত্ম না হওয়ার জন্য আহ্বান জানান৷ কামরুল ইসলাম বলেন, সকলের ঐক্যবদ্ধ প্রয়াসের মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বে উন্নত দেশ হিসেবে ঠাঁই করে নেবে৷ বাংলাদেশের অগ্রগতি কোনভাবে সত্মব্ধ করা যাবে না৷

তিনি বলেন, কেবল মাদরাসার শিক্ষার্থীদের ওপর জঙ্গিবাদের আঙ্গুল তোলা যাবে না৷ এখন বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরাও প্রযুক্তিকে কাজে লাগিয়ে জঙ্গিবাদের দিকে ঝুঁকে পড়ছে৷ তাই শুধু মাদরাসা নয় তাদের দিকে নজর দেয়াও সবার দায়িত্ব৷ গণতান্ত্রিক লন্ডনে বসে জঙ্গিবাদের মদদ দিচ্ছে তারেক: কামরুলর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, পিপলস জাস্টিস পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আবদুল প্রমুখ৷