দৈনিকবার্তা-কুষ্টিয়া, ১৫নভেম্বর: যারা নির্বাচন এবং সাংবিধানিক প্রক্রিয়া বানচাল করে সশস্ত্র আক্রমণ পরিচালনা করে তাদের মুখে নির্বাচন ও গণতন্ত্রের কথা শোভা পায় না জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু৷
শনিবার সকাল ১১টায় কুষ্টিয়ার ভেড়ামারায় উপজেলা পরিষদ মিলনায়তনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেনন তিনি৷যুদ্ধাপারাধীদের ফাঁসির রায় কার্যকর না করার জন্য আমেরিকাসহ বিদেশিদের অনুরোধ প্রসঙ্গে ইনু বলেন, বিদেশিরা যুদ্ধাপারাধীদের বাঁচানোর জন্য অনুরোধ করতে থাকবে আর আমরা বিচার করতে থাকব এবং ফাঁসির রায় কার্যকর করতে থাকবো৷
গত ৫ জানুয়ারি নির্বাচন প্রশাসনের সাজানো নির্বাচন্ত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্য জবাবে ইনু বলেন, যারা নির্বাচন এবং সাংবিধানিক প্রক্রিয়া বানচাল করে সশস্ত্র আক্রমণ পরিচালনা করে তাদের মুখে নির্বাচন এবং গণতন্ত্রের কথা শোভা পায় না৷বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ঢাল তলোয়ার নিয়ে আন্দোলনে জনগণকে প্রস্তত থাকা প্রসঙ্গে ইনু বলেন, খালেদা জিয়া নির্বাচন না করে রাজনীতির বাইরে চলে গেছেন, তাই উত্তেজিত খালেদা জিয়ার ঢাল তলোয়ার নিয়ে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে মাঠে নামবেন না৷
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘উত্তেজিত রমনী’ আখ্যায়িত করে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, উত্তেজিত রমনী কী বললো, আর কী না বললো তা আমলে নিতে নেই৷ তিনি ঢাল তলোয়ার নিয়ে মধ্যযুগে ফিরে যেতে চান৷ বাংলাদেশের জনগণের সঙ্গে যুদ্ধ করতে চান৷ তিনি হয়তো জানেন না এখন আর ঢাল তলোয়ার তৈরিই হয় না৷ইনু বলেন, ৫ জানুয়ারির নির্বাচন ছিল সাংবিধানিক ধারা রক্ষার নির্বাচন৷ সে নির্বাচনে খালেদা জিয়া অংশ না নিয়ে রাজনীতি থেকে ছিটকে পড়েছেন৷ তাকে অপেক্ষা করতে হবে ২০১৯ সালের আগামী নির্বাচনের জন্য৷
খালেদা জিয়াকে উদ্দেশ্যে করে তথ্যমন্ত্রী বলেন, নির্বাচন এবং সাংবিধানিক প্রক্রিয়ায় অংশ নেয়ার জন্য সবার আগে আপনার পাশ থেকে জঙ্গিবাদীদের, বন্দুকধারীদের, যুদ্ধাপরাধীদের বিদায় করতে হবে৷ তাহলে হয়তো আবারো আপনি রাজনীতি করার সুযোগ পাবেন৷
এসময় উপস্থিত ছিলেন- কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিচিম, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম, পৌর মেয়র শামিমুল ইসলাম ছানা, উপজেলা নির্বাহী অফিসার শান্তি মনি চাকমা, কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, উপজেলা কৃষি অফিসার তৌফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দার প্রমুখ৷