obama_42866

দৈনিকবার্তা-ঢাকা, ১৫নভেম্বর: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, এশিয়ায় নিরাপত্তা ব্যবস্থা অবশ্যই হুমকিমুক্ত হতে হবে যেখানে ছোট দেশগুলোর ওপর বড় দেশগুলোর জবরদসত্মি থাকবে না৷

অস্ট্রেলিয়ার ব্রিসবেনে শনিবার শিক্ষার্থীদের উদ্দেশে দেয়া এক ভাষণে তিনি বলেন, এ অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতেই হতে হবে৷ তিনি এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের কৌশলগত মনোযোগ বাড়ানোর প্রচেষ্টার কথা উল্লেখ করে বলেন, এশীয়-প্রশানত্ম মহাসাগরীয় মৈত্রী গড়তে তিনি যে অঙ্গীকার করেছেন তা নিয়ে কোন প্রশ্ন নেই৷অস্ট্রেলিয়ার ব্রিসবেনে দুই দিনব্যাপী জি-২০ সম্মেলনে ওবামা অংশ নিচ্ছেন৷ সম্মেলনে অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে৷

গত ফেব্রুয়ারিতে জি-২০ গ্রম্নপের অর্থমন্ত্রীরা এক বৈঠকে আগামী পাঁচ বছরে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ২ শতাংশ বাড়াতে একমত হয়েছিলেন৷ আর এবারের সম্মেলনে বিশ্ব নেতারা ওই পরিকল্পনার আরো সম্প্রসরাণ করতে পারেন৷বৈঠকের আগে জাতিসংঘ মহাসচিব বান কি-মুনও নেতৃবৃন্দের প্রতি মহামারী রোগ ইবোলা, জলবায়ু পরিবর্তন ও ইউক্রেনে সংঘাতের মত চ্যালেঞ্জ মোকাবেলার আহবান জানান৷

রাশিয়ার প্রেসিডেন্ট ভাদিমির পুতিন পশ্চিমা নেতৃবৃন্দের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা নাও পেতে পারেন৷ কারণ রাশিয়ার বিরম্নদ্ধে ইউক্রেনের বিদ্রোহীদের উস্কানি ও অস্ত্র দিয়ে সহায়তা করার অভিযোগ করছে বেশ কয়েকটি পশ্চিমা দেশ৷ রাশিয়া বরাবরই এ অভিযোগ প্রত্যাখান করে আসছে৷যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন শনিবার বলেন, ইউক্রেনকে অস্থিতিশীল করার হীন চেষ্টা বন্ধ না করলে রাশিয়ার ওপর আরো নিষেধাজ্ঞা আসতে পারে৷

এর আগে ওবামা বলেন,ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন গোটা বিশ্বের জন্য হুমকি৷এক্ষেত্রে তিনি মালয়েশীয় বিমান এমএইচ ১৭ ভূপাতিত করার ঘটনাকে প্রমাণ হিসেবে উলেস্নখ করেন৷তিনি বলেন, এশীয়-প্রশানত্ম মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা আনত্মর্জাতিক আইন ও বিরোধের শানত্মিপূর্ণ সমাধানের ভিত্তিতেই হতে হবে৷তিনি দক্ষিণ চীন সাগরে আঞ্চলিক বিরোধের বিপদ সম্পর্কে হুঁশিয়ারি উচচারণ করেন৷ তবে তিনি সুনির্দিষ্টভাবে চীনের কথা উলেস্নখ করেননি৷ দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের কর্মকান্ড প্রতিবেশী দেশগুলোর মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে৷