1415961161_10992_1

দৈনিকবার্তা-ঢাকা, ১৪ নভেম্বর: ৭ নভেম্বরের চেতনাকে যারা বিশ্বাস করে না তাদেরকে গণতন্ত্রের শত্রু এবং দেশদ্রোহী বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়৷ তিনি বলেন, জিয়াউর রহমান কু্য-করে ক্ষমতায় আসেননি৷ বরং খন্দকার মোশতাক এই পন্থায় ক্ষমতায় এসেছিলেন যা আওয়ামী লীগেরই একটি অংশ৷ ৭ নভেম্বরের মতো একটি মহান দিবসকে যারা পালন করতে দিচ্ছে না তারা গণতন্ত্রে বিশ্বাসী নয় এবং তাদের হাতে কখনোই গণতন্ত্র নিরাপদে ছিলো না এবং থাকবে না৷

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে স্বাধীনতা ফোরাম আয়োজিত মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠায় ৭ নভেম্বরের ভূমিকা\’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন৷গয়েশ্বর বলেন, ১৯৭১ সালে গণতন্ত্রের উত্তোরণের চেতনা নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল কিন্তু ১৯৭৫ সালের ২৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে তা বিনষ্ট হয়৷ এরপর ৭ নভেম্বর নতুন করে সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান৷তিনি আরো বলেন, এখন রাষ্ট্রে একটি দখলদার সরকার বিরাজ করছে৷ রাষ্ট্র আছে কিন্তু গণতন্ত্র আছে কী না তা বলতে পারছি না৷ গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমাদের হাতে অস্ত্র নেই, এ জন্য আমরা অস্ত্র দিয়ে অস্ত্রের মোকাবেলা করতে পারি না৷ তাই আমরা জনগণকে সঙ্গে নিয়ে কাজ করে যাচ্ছি৷ এ কাজে পিছ পা হবো না৷

তিনি বলেন, আওয়ামী লীগ স্বাধীনতা ও সার্বভৌমত্বের বাহিরের দল৷ তারা গণতন্ত্রের কথা মুখে বলে৷ কিন্তু কাজে তারা গণতন্ত্র বিরোধী৷গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আওয়ামী লীগ বিরোধী মতকে বন্ধ করে গোটা বাংলাদেশের মানুষকে হামলা-মামলার বেড়াজালে ঘিরে ফেলেছে৷এ সময় এরশাদকে উদ্দেশ্য করে তিনি বলেন, জিয়াউর রহমান সম্পর্কে কটূক্তি করা আপনার মুখে শোভা পায় না৷ অযথা কথা বলে নিজেকে আর ছোট করবেন না৷ এক বার বিক্রি হয়েছেন, বিশ্ব বেহায়ার তকমা পেয়েছেন৷ কাজেই আপনার বিষয়ে আর কথা বলার ইচ্ছে হয় না৷পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, পুলিশ প্রশাসন ব্যক্তি বা রাজনৈতিক দলের সেবা দাসে পরিণত হয়েছে৷ এর পরিণতি ভালো হবে না৷

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. এমাজউদ্দিন আহমেদ বলেন, একটি বিধ্বস্ত দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন জিয়াউর রহমান৷ তিনি একটি বাহিনীতে থেকেও সমাজের উন্নয়নে কাজ করে গেছেন৷ বাংলাদেশ ছিলো একটি তলা বিহীন ঝুঁড়ি৷ সেটাকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে গিয়েছিলেন এবং ঝুড়ির একটা একটা ছিদ্র বন্ধ করে দিয়েছিলেন৷ মাত্র দুই বছরের মধ্যে তিনি এই যুদ্ধ বিধ্বস্ত দেশ থেকে চাল রফতানি দেশে রুপান্তরিত করতে সক্ষম হয়েছিলেন৷

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেন, আজ বিএনপির হাজার হাজার নেতাকর্মী দিনের পর দিন কোর্টে হাজিরা দিচ্ছেন৷আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেন, কোর্টে এসি লাগান, সময় আসছে, এই কোর্টেই আপনাদের স্থায়ীভাবে থাকার ব্যবস্থা করা হবে৷এ সময় ৭ নভেম্বরকে জাতীয় দিবস এবং ৫ জানুয়ারিকে ক্ষমা দিবস ঘোষণা করার দাবি জানান দুদু৷সংগঠনের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন-বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খাইরুল কবীর খোকন৷