দৈনিকবার্তা-সিংগাইর (মানিকগঞ্জ),১৪নভেম্বর: সিংগাইরে কাটা হচ্ছে সরকারি গাছ, পোড়ানো হচ্ছে ইট ভাটায়৷ উপজেলার বলধারা ইউনিয়নের মানিকদহ মেসার্স জব্বার এন্ড ব্রাদার্স ইট ভাটায় প্রকাশ্যে এ কাজ রীতিমতো হতবাক করেছে সচেতন মহলকে৷ দেখার যেন কেউ নেই৷ এলাকাবাসীর অভিযোগ, বলধারার নওয়াধা-মানিকদহ সড়কের সাবেক ইউপি চেয়ারম্যান আঃ খালেকের বাড়ির পশ্চিম পাশে সরকারি পরিপক্ক বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ ৮/১০টি গাছ কেটে নেয় স্থানীয় প্রভাবশালী ইট ভাটার মালিক আজিজ কোম্পানী৷ গাছ গুলো কেটে নিয়েই পোড়ানো হয় পাশের তারই মালিকানাধীন ইট ভাটায়৷ শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা যায়, বিভিন্ন প্রজাতির ৮/১০টি গাছ কেটে শিকড়গুলো ময়লা-আবর্জনা ও মাটি দিয়ে রাখা হয়েছে৷ সূত্রমতে, গত ৪/৫দিন আগে গাছ কাটার শুরম্নতে এলাকাবাসীর পৰ থেকে স্থানীয় ইউনিয়ন ভূমি অফিসে জানানো হয়৷
ভূমি অফিসের তহশিলদার মোঃ আবুল কালাম ঘটনাস্থলে গিয়ে গাছ কাটার বিষয়টির সত্যতা পান৷ সূত্র আরো জানায়, ইট ভাটার মালিক আঃ আজিজ তহশিলদারকে ম্যানেজ করে ঘটনাটি ধামাচাপা দেয়৷ পরবর্তীতে এলাকাবাসী প্রতিবাদ মুখোর হয়ে প্রশাসনসহ স্থানীয় প্রেসক্লাবের স্মরনাপন্ন হন৷ এতে বেরিয়ে আসে থলের বিড়াল৷ এ প্রতিবেদকসহ স্থানীয় সাংবাদিকরা গাছ কাটারস্থলে গেলে আজিজ কোম্পানীর স্ত্রীর সঙ্গে দেখা হয়৷ তিনি জানান, এ বিষয়ে আমার ভাসুর সাবেক চেয়ারম্যান আঃ খালেক টাকা বলধারা নায়েব অফিসে টাকা পয়সা দিয়ে মিমাংসা করেছেন৷ অভিযুক্ত আজিজ কোম্পানীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায় নি৷ তার ইট ভাটার ম্যানেজার মানিক মিয়া গাছ কাটার কথা স্বীকার করে বলেন, আমি এসময় ছুটিতে ছিলাম৷ বলধারা ইউনিয়ন তহশিলদার (ভূমি) মোঃ আবুল কালাম বলেন, গাছ কাটার ব্যাপারে আমি এ্যাসিল্যান্ড স্যারকে লিখিতভাবে অবগত করব৷ এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোসাদ্দেক মেহদী ইমাম বলেন, বিষয়টি আমি খতিয়ে দেখছি৷