দৈনিকবার্তা-ঢাকা,১৪নভেম্বর: শ]নিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় নবান্ন উত্সব ১৪২১ উদ্যাপিত হবে৷জাতীয় নবান্নোত্সব উদযাপন পর্ষদ আয়োজিত[এই উত্সব সকাল ৭টা থেকে শুরু হবে বাঁশির সুরে৷ উত্সবের উদ্বোধন করবেন ভাষাসংগ্রামী আহমদ রফিক৷ উদ্বোধনী নবান্ন কথনে অংশ নেবেন পর্ষদের চেয়ারম্যান লায়লা হাসান ও আহ্বায়ক শাহরিয়ার সালামসহ বিশিষ্টজন৷
উত্সবে নৃত্য, সঙ্গীত, আবৃত্তি, নবান্নকথন, শোভাযাত্রা, পিঠা-পায়েশ, মুড়ি-মুড়কি, বাউলগান, ৰুদ্র-নৃগোষ্ঠি সংস্কৃতি পরিবেশিত হবে৷ এসো মিলি সবে নবান্নের উত্সবে’ শেস্নাগানকে ধারণ করে উত্সবে প্রায় ৪০ টি সঙ্গীত ও নৃত্য সংগঠনসহ চার শতাধিক শিল্পী অংশ নেবেন৷সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে নবান্ন শোভাযাত্রা৷
উদযাপন পর্ষদের আহবায়ক শাহরিয়ার সালামবলেন, এসো মিলি সবে নবান্নের উত্সবে’ এই শ্লোগানকে ধারণ করে প্রতিবছরের ন্যায় এ বছরও সকালে বাঁশির সুরের মূর্ছণায় অনুষ্ঠানের সুচনা হবে ৷ভাষা সংগ্রামী আহমদ রফিক নবান্ন উত্সব-২০১৪ উদ্বোধন করবেন৷ নবান্ন কথনে অংশ নেবেন শিল্পী আবুল বারক আলভী, কৃষি-গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ, পর্ষদের চেয়ারপার্সন লায়লা হাসান ও আহবায়ক শারিয়ার সালাম৷
আয়োজকরা জানান হয়, নবান্ন উত্সবে নৃত্য, সঙ্গীত, আবৃত্তি,ঢাক-ঢোলের বাদন, যন্ত্রসঙ্গীত ও আদিবাসীদের নৃত্য ও সঙ্গীত পরিবেশিত হবে৷সকাল সাড়ে ৯টায় নবান্ন শোভাযাত্রা অনুষ্ঠিত হবে৷ চারুকলার বকুল তলা থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি টিএসসি চত্বর হয়ে আবার বকুল তলায় এসে শেষ হবে৷