সুরঞ্জিত

দৈনিকবার্তা-ঢাকা, ১৪ নভেম্বর: প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের সমালোচনা করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, রাজনীতিতে প্রশাসনিক ব্যক্তিদের গুরুত্ব ও প্রাধান্য বেড়ে যাওয়ায় আজ রাজনীতিতে এ দৈন্যদশা বিরাজ করছে৷ তিনি এইচ টি ইমামকে সতর্ক হয়ে কথা বলার পরামর্শ দেন৷শুক্রবার দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক আলোচনা সভায় সুরঞ্জিত এ কথা বলেন৷

সুরঞ্জিত বলেন, আমাদের একজন উপদেষ্টা পাবলিক সার্ভিস কমিশন সম্পর্কে কথা বলেছেন৷কিন্তু পাবলিক সার্ভিস কমিশন একটি স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান৷ এতে সবারই পরীক্ষা দেওয়ার সমান সুযোগ আছে৷ এ নিয়ে একটু সতর্ক হয়ে কথা বলতে হবে৷উল্লেখ্য, গত বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় দলটির নেতা-কর্মীদের উদ্দেশে এইচ টি ইমাম বলেন, তোমরা লিখিতটা ভালো করো ভাইভাটা আমরা দেখব৷

অনুষ্ঠানে এইচ টি ইমাম বলেন, ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে যারা প্রতিষ্ঠিত হতে চায়, তাদের চাকরিসহ যে কোনো প্রতিযোগিতামূলক লিখিত পরীক্ষায় ভালো করতে হবে৷ আমি প্রয়োজনে কোচিং ক্লাস নিতে রাজি আছি৷ তারপরে আমরা দেখব, আগে নয়৷

৫ জানুয়ারির নির্বাচন প্রসঙ্গে এইচ টি ইমাম বলেন, ‘নির্বাচনের সময় বাংলাদেশ পুলিশ ও প্রশাসনের যে ভূমিকা, নির্বাচনের সময় আমি তো প্রত্যেকটি উপজেলায় কথা বলেছি, সব জায়গায় আমাদের যারা রিক্রুটেড, তাদের সঙ্গে কথা বলে, তাদেরকে দিয়ে মোবাইল কোর্ট করিয়ে আমরা নির্বাচন করেছি৷ তারা আমাদের পাশে দাঁড়িয়েছে, বুক পেতে দিয়েছে৷ জামায়াত-শিবিরের হামলায় পুলিশের ১৯ জন প্রাণ দিয়েছে৷এর পরিপ্রেক্ষিতে সুরঞ্জিত সেনগুপ্ত এই পরামর্শ দেন৷এইচ টি ইমামের ওই বক্তব্যের সমালোচনায় বিএনপি বলে আসছে, তার ওই কথাই সরকারের দলীয়করণের প্রমাণ৷

আওয়ামী লীগের এই নেতা বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের বিজয়ে কোনো বাহিনীর ক্রেডিট নয়৷ এটা মানুষের ক্রেডিট৷ জনসমর্থনের ওপর ভিত্তি করে সরকার ক্ষমতায়৷ আমরা গণতান্ত্রিক সংস্কৃতিতে বিশ্বাস করি বলে আমাদের এ অবস্থা৷ পুলিশ বাহিনী দিয়ে একে বিভাজন করা যাবে না৷ পুলিশ রাষ্ট্রের, সবার৷ দেশের বাইরে অবস্থানরত যুদ্ধাপরাধীদের দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র দপ্তরকে আরো সক্রিয় হওয়ারও আহ্বান জানান ক্ষমতাসীন দলের এই নেতা৷

সুরঞ্জিত বলেন, যুদ্ধাপরাধের বিচার শুরু হওয়ার পর বাচ্চু রাজাকার,খোকন রাজাকার দেশের বাইরে পালিয়ে গেছে৷ তাদের ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য আমি পররাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন পর্যায়ে সকল রকম কূটনৈতিক তত্‍পরতা বৃদ্ধির আহ্বান জানাই৷

আমাদের বিদেশি বন্ধু রাষ্ট্রগুলোকে বোঝাতে হবে, এরা সাধারণ অপরাধী নয়, এরা যুদ্ধাপরাধী৷এদের আপনারা আপনাদের দেশে আশ্রয় দিতে পারেন না৷কিশোরগঞ্জে সামপ্রতিক এক জনসভায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বক্তব্যকে কটাক্ষ করে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা সুরঞ্জিত বলেন, “তনি এখন বোমা- গ্রেনেড রেখে ঢাল তলোয়ার হাতে নিয়েছেন৷ কবে হয়ত দেখব যে ঢাল তলোয়ার ফেলে তীর-ধনুক তুলে নেবেন৷ পরিস্থিতি যেভাবে এগোচ্ছে, তাতে মনে হচ্ছে যে আন্দোলনে নামার চাইতে তার চিকিত্‍সার প্রয়োজন বেশি৷

সকল হতাশা কাটিয়ে বিএনপি আবার’মূলধারার রাজনীতিতে ফিরে আসবে, সাংবিধানিকভাবে নির্বাচনে অংশ নেবে বলেও তিনি আশা প্রকাশ করেন ৷অন্যদের মধ্যে সাংসদ হাজি সেলিম, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী, নৌকা সমর্থক গোষ্ঠীর সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মিজি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷