দৈনিকবার্তা-ঢাকা, ১৪ নভেম্বর: অস্ট্রেলিয়ান পেসার মিচেল জনসনকে শুক্রবার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বর্ষ সেরা ক্রিকেটার ঘোষনা করা হয়েছে৷ দ্বিতীয় বার তিনি বিশ্ব ক্রিকেট নির্বাহী সংস্থার এ পুরস্কার পেলেন৷ এর আগে স্বদেশী রিকি পন্টিংও ক্যারিয়ারে দুই বার আইসিসি’র বর্ষ সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন৷
আগস্ট ২০১৩ থেকে সেপ্টেম্বর ২০১৪ সালের মধ্যে গত বছর এ্যাশেজ সিরিজে ইাংল্যান্ডকে ৫-০ ম্যাচে হোয়াইটওয়াশ করা এবং এরপর দৰিণ আফ্রিকার বিপৰে ২-১ ব্যবধানে সিরিজ জয়ে ৫৯ উইকেট শিকার করে অস্ট্রেলিয়া দলের পেস আক্রমনে অসাধারন ভুমিকা পালন করেন ৩৩ বছর বয়সী জনসন৷বাঁ-হাতি জনসন দ্বিতীয়বার গারফিল্ড সোবার্স ট্রফি হাতে তুললেন৷ ওয়েস্ট ইন্ডিজের সাবেক গ্রেটের নামে প্রচলিত এই ট্রফি ২০০৯ সালে হাতে তুলেছিলেন জনসন৷অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংও পর পর দুই বার ২০০৬ ও ২০০৭ সালে সম্মানজনক এ পুরস্কার লাভ করেছিলেন৷
জনসন বলেন,ক্রিকেটের কিছু গ্রেটরা মনোনীত হয়ে আসছেন এবং এই পুরস্কার জিতে আসছেন এবং এটা খুবই বিশেষ একটা সম্মান৷তার উদ্ধৃতি দিয়ে আইসিসি’র দেয়া বিবৃতিতে বলা হয়, দলের জন্য অবদান রাখার সক্ষমতা থাকা এবং রাখা আমার কাছে অত্যনত্ম আনন্দের৷ সব সময়ই আমার মনে হয়েছে- এ সক্ষমতা আমার আছে৷এটা এমন একটা কিছু যা আমার ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার পিছনে ফিরে তাকাতে পারব এবং বিশেষ গৌরব বোধ করতে পারব৷গত সপ্তাহে প্রকাশিত মনোনীতদের তালিকায় থাকা শ্রীলংকার দু’জন কুমার সাঙ্গাকারা ও এ্যাঞ্জেলো ম্যাথুজ এবং দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সকে পরাসত্ম করে এ পুরস্কার লাভ করেন জনসন৷আইসিসি’র ওয়ানডে বর্ষ সেরা ক্রিকেটারের পুরস্কার লাভ করেন ডি ভিলিয়ার্স৷ আর বর্ষ সেরা উঠতি খেলোয়াড়ের স্বীকৃতি পান ইংল্যান্ডের গ্যারি ব্যালেন্স৷
আইসিসি বর্ষ সেরা পারফরমেন্সের পুরস্কার পান অস্ট্রেলিয়া ওপেনার এ্যারন ফিঞ্চ৷ ২০১৩ সালে ইংল্যান্ডের বিপৰে ৬৩ বলে ১৫৬ রান করে এ পুরস্কার পান ফিঞ্চ৷আইসিসি এসোসিয়েট এন্ড এফিলেটেড ক্রিকেটার অব দ্য ইয়ার পুরস্কার পান স্কটল্যান্ডের প্রেসটন মোমসেন৷আইসিসি’র বর্ষ সেরা ওয়ানডে মহিলা ক্রিকেটারের পুরস্কার পান ইংল্যান্ড উইকেটরক্ষক সারাহ টেইলর৷সেরা আম্পয়ার নির্বাচিত হন ইংল্যান্ডের রিচার্ড কেটেলব্রো৷