দৈনিকবার্তা-ঢাকা, ১৪নভেম্বর: অবৈধভাবে বসবাসের অভিযোগে রাজধানী থেকে ৩১ জন বিদেশি নাগরিককে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ৷বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীর বনশ্রী, উত্তরা ও গুলশানের ১৪৭টি বাড়িতে অভিযান চালিয়ে আফ্রিকার বিভিন্ন দেশের ৩১ নাগরিককে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ৷ শুক্রবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে তাদের সাংবাদিকদের সামনে হাজির করা হয়৷
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আটককৃতরা নাইজেরিয়া, উগান্ডা,সেনেগাল,কেনিয়া, ক্যামেরুন, আইভরিকোস্ট, মালি, গাম্বিয়া, টোগো ও মোজাম্বিকের নাগরিক৷ পাসপোর্ট ও ভিসা না থাকায় তাদের গ্রেপ্তার করা হয়৷দীর্ঘদিন ধরে তারা রাজধানীতে অবৈধভাবে বসবাস করছিলেন৷এছাড়া, তাদের মধ্যে কেউ কেউ বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে জড়িত বলেও জানিয়েছে গোয়েন্দা পুলিশ৷
ভোররাতে ডিএমপি’র গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের সমন্বিত অভিযানে ঢাকার রামপুরা, গুলশান, উত্তরা পূর্ব ও উত্তরা পশ্চিম থানার মোট ১৪৭ টি বাড়িতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়৷আটককৃতদের মধ্যে রয়েছে-নাইজেরিয়র ১২ জন, উগান্ডার পাঁচ জন, কেনিয়ার একজন, ক্যামেরম্নন পাঁচ জন, আইভোরিকোস্ট দুই জন, টোগো একজন, মালি একজন, মোজাম্বিক একজন, গাম্বিয়ান তিন জন ও সেনেগাল একজন নাগরিক৷
এদের মধ্যে উগান্ডার দুই জনের কাছ থেকে মেয়াদ উত্তীর্ণ দুটি পাসপোর্ট উদ্ধার করা হয়৷ বাকী আটককৃতদের কাছে বাংলাদেশে অবস’ানের পৰে কোন বৈধ কাগজপত্র পাওয়া যায়নি৷ তাদের বিরম্নদ্ধে সংশিস্নষ্ট থানায় অবৈধভাবে বাংলাদেশে বসবাসের অভিযোগে মামলা রম্নজু করা হয়েছে৷ডিএমপি’র মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিসি ডিবি (দক্ষিণ) কৃষ্ণপদ রায় জানান, দেশে অবৈধভাবে অবস্থানকারী বিদেশীরা বিভিন্ন পরিচয়ে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ছে৷
তিনি ঢাকা মেট্রোপলিটন এলাকায় সম্মানিত নাগরিকবৃন্দকে বৈধ কাগজপত্র ব্যতিত কোন বিদেশি নাগরিককে বাসা ভাড়া না দেয়ার জন্য অনুরোধ করেন৷সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- ডিসি ডিবি শেখ নাজমুল আলম, ডিসি মিডিয়া মো. মাসুদুর রহমান ও এডিসি ডিবি মোঃ আহাদ৷
উল্লেখ্য, পুলিশের তথ্য মতে- সাম্প্রতি উত্তরায় এক স্কুল ছাত্র নিহত হবার সঙ্গে আলজেরিয় নাগরিকের সম্পৃক্ততা পাওয়া যায়৷ ২০১২ সালের ১৬ মে এক নাইজেরিয় নাগরিক ৪৫০ গ্রাম কোকেনসহ বনানী থানায় ধরা পড়েন৷ ২০১৩ সালের ১ ফেব্রুয়ারি একজন দক্ষিণ আফ্রিকান ও একজন ক্যামেরম্ননের নাগরিক জাল ডলার ও জাল ডলার তৈরির সরঞ্জামসহ ডিবি’র হাতে ধরা পড়েন৷