M2U08991

দৈনিকবার্তা-মাদারীপুর, ১৩নভেম্বর: নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, বেগম খালেদা জিয়া আওয়ামী লীগকে ঢাল-তলোয়ারের ভয় দেখান৷ ওই ঢাল-তলোয়ার উল্টে বেগম জিয়া দিকে ঘুরে যাবে সেটা তিনি জানেন না৷

তিনি বলেন, বেগম জিয়ার আন্দোলন ৰমতায় যাবার জন্য৷ তথাকথিত ভাত ও ভোটের অধিকারের জন্য নয়৷ এটা ১৯৭১ সাল নয়৷ বাংলার মানুষ বাঁশের লাঠি দিয়ে মুক্তিযুদ্ধ করেছে, তার একটি লৰ্য ছিল৷ পাক সেনাদের তাড়ানো হয়েছে৷ এ যুগ ঢাল-তলোয়ারের নয়৷ পাক সেনাদের তারানোর দুঃখ আপনি ভুলতে পারেননি৷

নৌপরিবহন মন্ত্রী বৃহস্পতিবার সকালে মাদারীপুরে নারীবান্ধব হাসপাতাল কর্মসূচির দুই দিনব্যাপী স্বাস্থ্য মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন৷ এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক জি এস এম জাফরউলস্নাহ, পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম, সিভিল সার্জন বাসুদেব কুমার দাস, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ ও মহিলাবিষয়ক কর্মকর্তা মাহমুদা আক্তার কনা৷

নৌমন্ত্রী আরো বলেন, রাজনীতিতে অনেক কথা বলা হয়৷ বিএনপি’র উপদেষ্টা কমিটির সভায় বেগম জিয়া স্বীকার করেছেন ২০১৩ সালে আন্দোলনের সময় ভুল হয়েছিল৷ তার উপদেষ্টারা এ কথাও বলেছেন, নিজেদের প্রস’তি ছাড়া রাসত্মায় কোনো গন্ডগোল করা যাবে না৷

তিনি বলেন, ‘আমি এ দুটি বিষয়কে গুরুত্ব দিয়ে বলতে চাই- শেখ হাসিনা ইতোমধ্যে বাংলাদেশের উত্‍পাদনের দিক থেকে সর্বোা”চ খাদ্যশস্য উত্‍পাদন করেছেন৷ এক সময় খাদ্যশস্য আদমানী করা হতো৷ এখন আমদানী নয়- এখন তার লক্ষ্যমাত্রা পূরণ করে অনেক বেশী উত্‍পাদন করে খাদ্যশস্য রপ্তানী করছে সরকার৷ সে ক্ষেত্রে ভাতের অধিকার যেটা ছিল শেখ হাসিনার সরকার সেটা পূরণ করেছে৷ ভোটের অধিকারও শেখ হাসিনা বাসত্মবায়ন করেছেন৷ নির্বাচনে যদি বিএনপি না আসে তাইলে কি বিএনপিকে জোর করে নির্বাচনে নিয়ে আসতে হবে৷ বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার কথার প্রসঙ্গে মন্ত্রী বলেন, কোনো হুমকি দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানো যাবে না৷