169886ttto106262

দৈনিকবার্তা-ঢাকা, ১৩নভেম্বর: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সারা বিশ্বকে হাতের মুঠোয় এনে দিয়েছে৷বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিপ্লব ঘটেছে- এ বিপ্লবে প্রবেশ করেছে সারা পৃথিবী উলেত্মখ করে তিনি বলেন, এতে বাংলাদেশকে সামিল হতে হবে৷হাসানুল হক ইনু আজ দুপুরে রাজধানীর ধানমন্ডির কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে দু’দিনব্যাপী আনত্মঃস্কুল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন৷কার্ডিফ ইন্টারন্যাশনার স্কুল মিলনায়তনে এ মেলার আয়োজন করা হয়েছ৷তথ্যমন্ত্রী বলেন,তথ্য ও যোগাযোগ প্রযুক্তির এই যুগে সারা পৃথিবীর সাথে সমানতালে চলতে বাংলাদেশের মানুষের তথ্য-প্রযুক্তি সম্পর্কিত জ্ঞানের প্রয়োজন৷

এ বিষয়টি বিবেচনা করে বর্তমান সরকার তথ্য-প্রযুক্তি জ্ঞান সম্ভারে নানা পদৰেপ নিয়েছে উলেস্নখ করে হাসানুল হক ইনু বলেন,এ লৰ্যে সরকার ২০ হাজারের অধিক কম্পিউটার ল্যাব করার উদ্যোগ গ্রহণ করেছে৷তথ্য-প্রযুক্তি জ্ঞানের মধ্যদিয়েই উন্নত বিশ্বের মতো বাংলাদেশের সকল বৈষম্য দূর করা সম্ভব বলে তিনি উলেস্নখ করেন৷তথ্যমন্ত্রী বলেন, সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখছে তা বাসত্মবায়নের জন্য স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে কম্পিউটার শিক্ষাকে আবশ্যিক করা হয়েছে৷তথ্যমন্ত্রী বলেন, শিক্ষাথর্ী ছেলে হোক কিংবা মেয়ে হোক- উভয়ের ৰেত্রেই সমান দৃষ্টি দিতে হবে৷ কোনরূপ বৈষম্য করা যাবে না৷

তিনি বলেন, স্বাধীন বাংলাদেশের জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং ডিজিটাল বাংলাদেশের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতি চিরদিন মনে রাখবে৷হাসানুল হক ইনু তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে হাতের মুঠোয় বিশ্ব জানার প্রযুক্তি বলে অভিহিত করে বলেন, কম্পিউটার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি গ্রাম-শহর এবং ধনী-গরীবের বৈষম্য দূর করে৷ সমঅধিকার, গণতন্ত্র এবং সমৃদ্ধির লক্ষ্যে তথ্যপ্রযুক্তিতে সমৃদ্ধ ভবিষ্যত্‍ প্রজন্ম গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশে ২০ হাজারের অধিক মাধ্যমিক স্কুলে কম্পিউটার ল্যাব’ প্রতিষ্ঠার পদক্ষেপ জাতির জীবনে এক নতুন দিগনত্মে সূচনা করেছে৷

উপস্থিত শিক্ষাথর্ীদের উদ্দেশ্যে তথ্যমন্ত্রী বলেন, মানুষের মতো মানুষ হবো- সবাই মিলে দেশ গড়বো’- এই লক্ষ্যে সামনে এগুতে হবে৷ তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনারা হচ্ছেন মোমবাতির মতো- যারা নিজের আলো দিয়ে সকলকে আলোকিত করে নিঃশেষ হয়ে যান৷ পিতা-মাতা ও শিক্ষকদের ঋণ কখনো শোধ হবার নয় বলেও তথ্যমন্ত্রী উলেস্নখ করেন৷

প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের তুই রাজাকার বচন স্মরণ করে তথ্যমন্ত্রী বলেন, ‘নারী উত্যক্তকারী ও নারী নির্যাতনকারীরা মানুষরূপী জানোয়ার৷ এ ধরনের কোনো অপরাধ দৃষ্টিগোচর হলে অপরাধীকে বলতে হবে- ‘তুই জানোয়ার’৷কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ জি এম নিজামউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কুল পরিচালনা পরিষদের সভাপতি এস এম এমদাদুল ইসলাম৷বারোটি স্কুলের শিক্ষাথর্ী এবং কয়েকটি সফট্ওয়ার নির্মাণ সংস্থার কমর্ীরা এ মেলায় অংশগ্রহণ করছেন৷