দৈনিকবার্তা-ঢাকা, ১৩নভেম্বর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ সদস্য মরহুম ইসহাক হোসেন তালুকদারের আত্মার মাগফেরাত কামনা করে বলেছেন, তিনি ছিলেন একজন মাটির মানুষ, নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ৷ তার মতো একজন নিবেদিত প্রাণ, নির্লোভ রাজনীতিবিদকে হারিয়ে আওয়ামী লীগের যেমন ক্ষতি হয়েছে তেমনি দেশেরও ক্ষতি হয়েছে৷প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সংসদে সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ইসহাক হোসেন তালুকদারের মৃতু্যতে আনীত শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন৷ইসহাক হোসেন তালুকদার গত ৬ অক্টোবর ইন্তেকাল করেন৷
শেখ হাসিনা বলেন, ‘৬৬-এর ৬-দফা আন্দোলন, ‘৬৯-এর গণঅভু্যত্থান, ‘৭০-এর নির্বাচন এবং ‘৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন৷ মুক্তিযুদ্ধ পরবতর্ী সময়ে তিনি বঙ্গবন্ধুর নির্দেশে দুর্গম এলাকায় ত্রাণসামগ্রী পেঁৗছে দিয়েছেন৷ সাধারণ মানুষের সাথে থাকা এবং মানুষের সেবা করা ছিল তার চরিত্রের একটা বড় গুণ৷তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রী অর্জনের পরও তিনি গ্রামের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন৷ গ্রামের মানুষের সুখ-দুঃখের সাথে ছিলেন এবং গ্রামের মানুষের সাথে থেকে রাজনীতি শুরু করেন৷ প্রথমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন এবং ধাপে ধাপে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন৷
প্রধানমন্ত্রী বলেন, তিনি অত্যন্ত ভদ্র, বিনয়ী ও নম্র একজন মানুষ ছিলেন৷ তৃণমূল থেকে রাজনীতি করে সংসদ সদস্য হয়ে রাজধানীতে এলেও নগরের হাওয়া তার গায়ে লাগেনি৷ তিনি মাটি মানুষের নেতা ছিলেন৷ মাটি মানুষের পাশেই সব সময় ছিলেন৷তিনি বলেন, প্রত্যেক মানুষেরই কিছু না কিছু চাহিদা থাকে৷ কিন্তু এই একটি মানুষ যাকে কখনো কিছু চাইতে দেখিনি৷ যাকিছু চাইতেন তা তার এলাকার মানুষের উন্নয়নের জন্য চাইতেন৷ তার ব্যক্তিগত কোন দাবি ছিল না৷ তিনি সত্যিকার মানুষের কল্যাণ চাইতেন৷ তাকে যখন যে পরামর্শ দেয়া হতো কোন ধরনের দ্বিমত না করে তা নির্ধিদ্বায় মেনে নিয়ে নীরবে কাজ করে যেতেন৷
শেখ হাসিনা বলেন,মরহুম ইসহাক তালুকদার এতো অল্প বয়সে তিনি চলে যাবেন তা কল্পনাও করতে পারিনি৷ এ রকম একজন নির্লোভ নিবেদিতপ্রাণ নেতাকে হারালাম, যিনি আওয়ামী লীগকে শক্তিশালী করেছিলেন৷ তিনি ছিলেন বঙ্গবন্ধুর সত্যিকার একজন আদর্শের সৈনিক৷ যে সত্যিকার দেশপ্রেমে উদ্বুদ্ধ এবং তার এলাকার কৃষক-শ্রমিক মেহনতি মানুষের নেতা৷ তাদের জন্য তিনি কাজ করেছেন, সব সময় তাদের পাশে থেকেছেন৷প্রধানমন্ত্রী বলেন, দেশকে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে চাই৷ আর সোনার বাংলা গড়ার জন্য যে সোনার মানুষ প্রয়োজন ইসহাক হোসেন তালুকদার এধরনের একজন সোনার মানুষই ছিলেন৷ তিনি এদেশের মাটি ও মানুষকে ভালবেসে তাদের কল্যাণে রাজনীতি করেছেন৷
তিনি বলেন,ইসহাক হোসেন তালুকদার একদিকে যেমন মানুষের সেবা করেছেন অপরদিকে তিনি ছিলেন একজন পরহেজগার৷ ধর্ম পালনে তার যে নিবেদিতপ্রাণ তাও লক্ষ্যণীয় ও অনুকরণীয়৷ বিভিন্ন সময়ে তিনি প্রতিপক্ষ দ্বারা নির্যাতিত হয়েছেন কিন্তু কখনো আদর্শচু্যত হননি, লোভ-লালসা তাকে পায়নি৷এদিকে, দশম জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আজ থেকে শুররম্ন হয়ে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চালানোর সিদ্ধানত্ম নেয়া হয়েছে৷সংসদ ভবনে সংসদ ‘কার্য উপদেষ্টা কমিটির চতুর্থ সভায় এ সিদ্ধানত্ম নেয়া হয়৷ কমিটির সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভায় সভাপতিত্ব করেন৷কমিটির সদস্য সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় অংশ গ্রহণ করেন৷সভায়, প্রতি কার্যদিবসে অধিবেশন বিকেল ৪টায় শুরম্ন হবে৷ প্রয়োজনে এ সময়সীমা স্পিকার বাড়াতে বা কমাতে পারবেন বলেও সিদ্ধানত্ম নেয়া হয়৷এছাড়া কমিটির সদস্য সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, হুসেইন মুহম্মাদ এরশাদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, সুরঞ্জিত সেন গুপ্ত, ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া, রাশেদ খান মেনন, চীফ হুইপ আ.স.ম ফিরোজ, মইন উদ্দিন খান বাদল, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক সভায় অংশগ্রহণ করেন৷
সভায় কমনওয়েল্থ পালর্ামেন্টারি এসোসিয়েশন (সিপিএ) নির্বাহী কমিটির চেয়ারপার্সন নির্বাচিত হওয়ায় স্পিকার ও কার্য উপদেষ্টা কমিটি’র সভাপতি ড. শিরীন শারমিন চৌধুরী এমপিকে কমিটি’র পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়৷এছাড়া সভায় আগামী ১৬ নভেম্বর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন এবং সংসদ-সদস্য সাবের হোসেন চৌধুরী ইন্টার পালর্ামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) এর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় প্রস্তাব (সাধারণ) বিধি -১৪৭ এর আওতায় জাতীয় সংসদে আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনার সিদ্ধান্ত গৃহিত হয়৷ এছাড়া সভায় দশম জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের কার্যাদি নিষ্পন্নের জন্য সময় বরাদ্দকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়৷সভায় জাতীয় সংসদের সিনিয়র সচিব মো.আশরাফুল মকবুল ও সংসদ সচিবালয়ের উধর্্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন৷ দশম জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের জন্য আজ পাঁচ সদস্যের সভাপতিমন্ডলীর মনোনয়ন দেয়া হয়েছে৷স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ মনোনয়ন প্রদান করেন৷
সভাপতিমন্ডলীর সদস্যরা হলেন- হাবিবুর রহমান মোল্লা, ডা. আফসারম্নল আমিন, মাহমুদ উস সামাদ চৌধুরী, নুরুল ইসলাম মিলন ও বেগম আকতার জাহান৷স্পিকার এবং ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমন্ডলীর সদস্যগণ নামের অগ্রবতর্ীতা অনুযায়ী সংসদের বৈঠকে সভাপতিত্ব করবেন৷গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ঢাকা শহরে রাজউকের অনুমোদন বহিভর্ূত এবং অনুমোদিত নঙ্ার ব্যত্যয় ঘটিয়ে নির্মিত ভবনের সংখ্যা প্রায় ৪ হাজার ৫শ’টি৷তিনি বলেন, ২০১৪ সালের অক্টোবর মাস পর্যন্ত ৬০টি ভবনের অবৈধ অংশ উচেছদ করা হয়েছে৷ অনুমোদনবিহীন ভবন অপসারণ রাজউকের একটি রম্নটিন ওয়ার্ক৷তিনি বৃহস্পতিবার সংসদে সরকারি দলের বেগম সানজিদা খানমের এক প্রশ্নের জবাবে একথা বলেন৷
সরকারি দলের দিদারম্নল আলমের এক প্রশ্নের জবাবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, বর্তমানে জরাজীর্ণ পুরানো ঢাকাকে বদলানোর বিষয়ে রাজউক-এর কোন প্রকল্প নেই৷ তবে রাউজক জরাজীর্ণ ঐতিহ্যবাহী পুরানো ঢাকাকে পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে রাস্তা প্রশস্তকরণ, ঐতিহ্যধারণকারী শাখারী বাজার, তাঁতী বাজার, ঐতিহ্যপূর্ণ এলাকা ও উন্মুক্তস্থন সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করেছে৷ এছাড়া সমন্বিত নগর পরিকল্পনার মাধ্যমে পুরানো ঢাকার ঐতিহ্য সংরক্ষণসহ উন্নত পরিবেশ সৃষ্টি, পর্যটন সুবিধা সমপ্রসারণ ও পুরান ঢাকাবাসীর জন্য উন্নত নাগরিক সুযোগ-সুবিধা সম্পন্ন শহর সৃষ্টির লক্ষ্যে ডিটেইল্ড এরিয়া প্ল্যান এ রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট এবং নতুন রাস্তার বিষয়টি প্রস্তাবনায় রয়েছে৷ ড্যাপ-এ আরবান রিডেভেলপমেন্ট ও আরবান রিনিওয়াল ও প্রস্তাবনা রয়েছে যা পর্যায়ক্রমে রাজউক কর্তৃক বাস্তবায়ন করা হবে৷
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, দেশের মেধাবী শিক্ষাথর্ীদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট করতে জাতীয় শিক্ষানীতি ২০১০’র আলোকে শিক্ষকদের জন্য পৃথক বেতন কাঠামো প্রণয়নের পরিকল্পনা সরকারের রয়েছে৷তিনি বৃহস্পতিবার সংসদে স্বতন্ত্র সদস্য মোঃ রুস্তম আলী ফরাজীর এক প্রশ্নের জবাবে আরো বলেন, ইতোমধ্যে সরকার এ লক্ষ্যে আর্থিক সুবিধা বৃদ্ধিসহ বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা প্রদান করছে৷ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত সহকারি শিক্ষক-শিক্ষিকাদের ২য় শ্রেণীর গেজেটেড পদমর্যাদায় উন্নীত করা হয়েছে৷ এখন শতকরা ৫০ এর স’লে শতকরা ৮০ ভাগ সহকারি শিক্ষক-শিক্ষিকা সহকারী প্রধান শিক্ষক-শিক্ষিকা পদে পদোন্নতির সুযোগ পাবেন৷
শিক্ষামন্ত্রী বলেন, জাতীয় বেতন স্কেল ২০০৯ এর ৯ নম্বর অনুচেছদ অনুযায়ী প্রথম নিয়োগ প্রাপ্তিতে যে সকল ব্যক্তির ইঞ্জিনিয়ারিং বা স্থাপত্যবিদ্যায় ডিগ্রী বা মাস্টার্স ডিগ্রিসহ সরকার কর্তৃক এতদউদ্দেশ্যে স্বীকৃত কোন শিক্ষা প্রতিষ্ঠান (ইনস্টিটিউট) থেকে ফিজিক্যাল প্ল্যানিং এ ডিগ্রী রয়েছে অথবা আইন বিষয়ে স্নাতক (সম্মান)সহ স্নাতকোত্তর ডিগ্রী রয়েছে এবং যদি ওইরূপ ডিগ্রী সংশ্লিষ্ট পদের জন্য নূ্যনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে নির্ধারিত থাকে, তাহলে উক্ত যোগ্যতাসম্পন্ন নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে ২টি অগ্রীম বেতন বৃদ্ধি প্রদান করা হচ্ছে৷
তিনি বলেন, ২য় শ্রেণীর টেকনিক্যাল শিক্ষক পদে নতুন নিয়োগের ক্ষেত্রে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং এ ১ম বিভাগের জন্য ১টি অগ্রীম বর্ধিত বেতন এবং ১ম শ্রেণীর পদে নতুন নিয়োগের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং এ ১ম শ্রেণীর জন্য ১টি অগ্রীম বর্ধিত বেতন এবং এমএসসি ডিগ্রীর জন্য ২টি অগ্রীম বর্ধিত বেতনের সুবিধা প্রদান করা হচ্ছে৷ ১ম শ্রেণীর নন-টেকনিক্যাল শিক্ষক পদে নতুন নিয়োগের ক্ষেত্রে অনার্স এবং মাস্টার্স প্রত্যেক ক্ষেত্রে ১ম শ্রেণীর জন্য ১টি করে অগ্রীম, বর্ধিত বেতন এবং ডক্টরেট ডিগ্রীর জন্য ৩টি অগ্রীম বর্ধিত বেতনের সুবিধা দেয়া হচ্ছে৷ সংসদের বৈঠক আগামী ১৬ নভেম্বর রোববার বিকেল ৪টা পর্যন্ত মুলতবি করা হয়েছে৷স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ মুলতবি ঘোষণা করেন৷