দৈনিকবার্তা-ঢাকা, ১৩নভেম্বর: বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিনদিনব্যাপী ‘১৩তম পাওয়ার বাংলাদেশ ২০১৪’ আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হয়েছে৷ বৃহস্পতিবার সকালে প্রদর্শনীটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী৷
পাওয়ার জেনারেশন এবং ট্রান্সমিশন, সোলার পাওয়ার, এনার্জি ও রিনিউবল এনার্জি খাতের এ প্রদর্শনী প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত চলবে৷ এতে সহযোগী প্রদর্শনী হিসেবে থাকবে ‘৮ম সোলার বাংলাদেশ ২০১৪’, ‘১১তম আরই পাওয়ার বাংলাদেশ ২০১৪’ এবং ১৭তম কন-এঙ্পো বাংলাদেশ ২০১৪’৷সকল দর্শনার্থীরা নিবন্ধনের মাধ্যমে প্রদর্শনীটি পরিদর্শন করতে পারবেন৷ প্রায় ১১টিরও বেশি দেশের কোম্পানি প্রদর্শনীতে অংশ নিচ্ছে৷
চারটি প্রদর্শনী একসঙ্গে চলায় প্রদর্শনীগুলো শুধু বাংলাদেশের বিদ্যুত্ ও জ্বালানি খাতকেই সমৃদ্ধ করবে না, বরং দেশের সার্বিক শিল্প খাতে বিদু্যত্ ও জ্বালানির চাহিদা পূরণ এবং সকল প্রকার নির্মাণ, কৌশলের চাহিদা পূরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে৷
১৩তম পাওয়ার বাংলাদেশ আন্তর্জাতিক প্রদর্শনী’ বাংলাদেশের পাওয়ার জেনারেশন এবং ট্রান্সমিশন, বিকল্প শক্তি, সোলার পাওয়ার, এনার্জি এবং রিনিউবল এনার্জি খাতকে আরো সমৃদ্ধ করবে৷ এছাড়া ১৭তম কন-এঙ্পোতে নির্মাণ সামগ্রী, পদ্ধতি এবং সরঞ্জাম শিল্পের একটি চমকপ্রদ প্রদর্শনী হবে৷ এটা দেশের শিল্পের পাশাপাশি নতুন নতুন প্রযুক্তি উত্পাদনে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে৷
উদ্ধোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) সভাপতি আফতাব উল ইসলাম, রহিম আফরোজ রিনিউবল এনার্জি লি. এর ব্যবস্থাপনা পরিচালক মুনায়ার মিসবাহ মঈন প্রমুখ৷