Japa-Protibad-Photosm20131119235111

দৈনিকবার্তা-ঢাকা,, ১৩ নভেম্বর: জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ জাতীয় মহিলা পার্টি পুনর্গঠন করেছেন৷ পুনর্গঠিত কমিটিতে এডভোকেট সালমা ইসলাম এমপিকে সভানেত্রী এবং অনন্যা হোসেন মৌসুমীকে সাধারণ সম্পাদিকা নিয়োগ করা হয়েছে৷ পূর্ণাঙ্গ কমিটি আগামী ৭ দিনের মধ্যে প্রকাশ করা হবে৷
জাতীয় পার্টির গঠনতন্ত্রের ৩৯ ধারা মোতাবেক এই সিদ্ধানত্ম গ্রহণ করা হয়েছে৷ এই সিদ্ধানত্ম অভিলম্বে কার্যকর হবে৷