irahimovic-PSG

দৈনিকবার্তা-ঢাকা, ১২নভেম্বর: রেকর্ড নবম বারের মত সুইডেনের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ড বল লাভ করেছেন তারকা স্ট্রাইকার জস্নাটান ইব্রাহিমোভিচ৷ এবার নিয়ে টানা অষ্টমবারের মত তিনি এই কৃতিত্ব অর্জণ করলেন এবং এখানে ছিল না কোন বিস্ময়৷ পুরস্কারটা যেন কাঙ্খিতই ছিল৷

তবে এবারের পুরস্কার গ্রহণের পরে ইব্রার আবেগঘন প্রতিক্রিয়ায় অনেকেই আপস্নুত হয়েছেন৷ গত এপ্রিলে ক্যান্সারে আক্রানত্ম হয়ে তার ভাই সাপকো মারা গেছেন৷ এবারের পুরস্কারটা তাই তাকেই উত্‍স্বর্গ করেছেন প্যারিস সেইন্ট-জার্মেইর এই তারকা স্ট্রাইকার৷ সুইডেনের সাবেক জাতীয় খেলোয়াড় ক্ল্যাস ইনগেসন এবং বোমাপোকারনার ডিফেন্ডার পোনটাস সেগারস্ট্রমও সম্প্রতী ক্যান্সারে আক্রানত্ম হয়ে মৃতু্যবরণ করেছেন৷ পুরস্কার হাতে নিয়ে নিজের প্রতিক্রিয়ায় তাই তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ইব্রা বলেছেন, আমার ভাইও এই একই অসুখে আক্রানত্ম হয়ে কয়েক মাস আগে আমাদের ছেড়ে চলে গেছে৷ ফুটবলের বাইরেও প্রত্যেকের একটি জীবন আছে এবং এটাই সবকিছুর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ৷

সুইডিশ ফুটবল এসোসিয়েশনের বিবেচনায় প্রতি বছর বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ড বল প্রথমবার ২০০৫ সালে পেয়েছিলেন ইব্রাহিমোভিচ৷ পরের বছর আর্সেনালের ফ্রেডেরিক লুংবার্গ এই পুরস্কার গ্রহণ করার পরে ইব্রাহিমোভচিকে আর কেউ হারাতে পারেনি৷ জুভেন্টাস, ইন্টার মিলান, বার্সেলোনা, এসি মিলান, পিএসজি এবং জাতীয় দলের পারফরমেন্সের ভিত্তিতে তিনি টানা আট বছর এই পুরস্কার লাভ করেছেন৷ এর আগে কেউই দুইবারের বেশী এই পুরস্কার পাননি৷