দৈনিকবার্তা-ঢাকা, ১২নভেম্বর: সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস)এর বিরুদ্ধে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনীর বিমান হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ৮৬৫ জন নিহত হয়েছে৷ এর মধ্যে ৫০ জন বেসামরিক নাগরিক৷দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ বলেছে, নিহতদের বেশির ভাগই আইএস যোদ্ধা৷ এ সংখ্যা ৭৪৬৷ প্রকৃত মৃতের সংখ্যা আরো বেশিও হতে পারে৷সিরিয়া এবং ইরাকের বিশাল এলাকা দখল করে নিয়েছে আইএস৷ জুলাই থেকে তাদের লক্ষ্য করে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর হামলাও চলছে৷
অবজারভেটরি জানায়, নিহত বেসামরিক নাগরিকদের ৮ জন শিশু৷ এছাড়া, আল-কায়দা সংশ্লিষ্ট নুসরা ফ্রন্টের ৬৮ জন সদস্যও বিমান হামলায় নিহত হয়েছে৷কোয়ালিশন বাহিনীর বিমান হামলা হয়েছে সিরিয়ার আলেপ্পো, দির আল জোর, হাসাকা, রাক্কা এবং ইদলিবেও৷যুক্তরাষ্ট্র বলেছে, তারা হতাহতের সংখ্যার পুরো খবরাখবর নিচ্ছে এবং প্রতিটি অভিযোগ তদন্ত করে দেখার প্রক্রিয়াও চলছে৷