Khakon Rajakar

দৈনিকবার্তা-ঢাকা, ১২নভেম্বর:  ফরিদপুরের নগরকান্দা পৌরসভার মেয়র ও বিএনপি নেতা পলাতক জাহিদ হোসেন ওরফে খোকন রাজাকারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ মামলার রায় কাল বৃহস্পতিবার ঘোষণা করা হবে৷এর আগে গত ১৭ এপ্রিল আনত্মর্জাতিক অপরাধ ট্রাইবু্যনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল মামলাটির বিচারিক প্রক্রিয়া শেষ হওয়ায় রায় ঘোষণা অপেক্ষমান (সিএভি) রাখার আদেশ দেয়৷

বুধবর এ ট্রাইবু্যনাল বৃহস্পতিবার রায় ঘোষণার দিন ধার্য করে আদেশ দেয়৷ ট্রাইবু্যনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারম্নল হক৷ এটি হবে মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আনত্মর্জাতিক অপরাধ ট্রাইবু্যনালের দ্বাদশ রায়৷ এ আসামির বিরুদ্ধে ট্রাইবু্যনালে যুক্তিতর্ক উপস্থাপন করেন প্রসিকিউটর মোখলেছুর রহমান বাদল৷ খোকন রাজাকারের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আব্দুশ শুকুর খান যুক্তিতর্ক উপস্থাপন করেন৷ সমাপনী বক্তব্যে প্রসিকিউটর মোখলেছুর রহমান বাদল দাবি করেন, জাহিদ হোসেনের ওরফে খোকন রাজাকারের বিরম্নদ্ধে আনীত গঠিত সব অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছে প্রসিকিউশন৷ এজন্য তিনি এ আসামির সর্বোচ্চ শাসত্মি মৃতু্যদন্ডের আর্জি পেশ করেন৷

গত বছরের ২১ নভেম্বর থেকে গত ২ এপ্রিল পর্যনত্ম মামলার তদনত্ম কর্মকর্তা (আইও) সত্যরঞ্জন দাশসহ খোকন রাজাকারের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন ২৪ জন সাক্ষী৷ গত বছরের ৯ অক্টোবর মানবতাবিরোধী অপরাধে খোকন রাজাকারের বিরম্নদ্ধে অভিযোগ গঠন করা হয়৷ খোকন রাজাকারের বিরুদ্ধে ১৬ জন নারী ও শিশুসহ ৫০ জনকে হত্যা, তিনজনকে পুড়িয়ে হত্যা, ২ জনকে ধর্ষণ, ৯ জনকে ধর্মানত্মরিত করা, ২টি মন্দিরসহ ১০টি গ্রামের বাড়িঘরে লুটপাট ও অগি্নসংযোগ, সাতজন গ্রামবাসীকে সপরিবারে দেশানত্মরে বাধ্য করা ও ২৫ জনকে নির্যাতনসহ সুনির্দিষ্ট ১১টি অভিযোগ আনা হয়৷

গত বছরের ৩০ জুলাই খোকন রাজাকারকে ট্রাইবু্যনালে হাজির হতে দু’টি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়ার নির্দেশ দেয়া হয়৷ তার বিরম্নদ্ধে ট্রাইবু্যনালের নির্দেশে জাতীয় দুটি দৈনিকে বিজ্ঞপ্তিও দেয়া হয়৷ তারপরও সে হাজির না হওয়ায় ১৪ আগস্ট খোকন রাজাকারের অনুপস্থিতিতেই তার বিচার শুরুর নির্দেশ দেয়া হয়৷ একই সঙ্গে তার পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ দেয়া হয়৷এছাড়া আরো ৩টি মামলা ট্রাইবু্যনালে রায় ঘোষণার অপেৰায় রয়েছে৷ রায় ঘোষণার অপেক্ষায় থাকা ৩ মামলার আসামিরা হচ্ছে, জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুল ইসলাম, ব্রাহ্মনবাড়ীয়ার মোবারক হোসেন ও জাতীয় পার্টি নেতা সৈয়দ মোহাম্মদ কায়সার৷