image_150202.gournadi photo

দৈনিকবার্তা–গৌরনদী,১২নভেম্বর: জন্মগত ভাবে দু’পা অচল৷ দু’হাতের ওপর ভর করে হামাগুড়ি দিয়ে প্রতিদিন পরীক্ষা দিচ্ছে মো. রাজিব খলিফা৷ বুধবার সকাল সাড়ে নয়টার দিকে বরিশাল জেলার গৌরনদী উপজেলা সদরের পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে এ করুন দৃশ্য দেখা গেছে৷

পরীক্ষা কেন্দ্রের ৭ নম্বর কক্ষের সীট বেঞ্চে কৃষি শিক্ষা পরীক্ষা দিচ্ছিল রাজিব৷ তার দু’পা অচল হওয়ায় সীটে বসতে কিছুটা সমস্যা হলেও অদম্য মেধা তাকে দমিয়ে রাখতে পারেনি৷ শারীরিক প্রতিবন্ধী রাজিবের বাড়ি উপজেলার উত্তর চাঁদশী গ্রামে৷ ওই গ্রামের দিনমজুর মো. হোসেন খলিফার দু’পুত্র ও দু’কন্যা সন্তানের মধ্যে রাজিব হচ্ছে তৃতীয়৷ রাজিব ঐতিহ্যবাহী চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয় থেকে এবারের জেএসসি পরীক্ষায় অংশগ্রহন করেছে৷ ওই স্কুলের সহকারী প্রধান শিক্ষক কাজী আসাদুজ্জামান জানান, রাজিব প্রতিদিন তার দু’হাতে ভর করে হামাগুড়ি দিয়ে স্কুল যাতায়াত করে৷ তারপরেও সে কখনও স্কুলে অনুপস্থিত থাকেনা৷

গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব মো. অলিউল্লাহ জানান, তার কেন্দ্রে উপজেলার ১৩টি বিদ্যালয়ের ১৮’শ ৬ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে৷ এরমধ্যে একমাত্র রাজিবের দু’পা অচল থাকায় তার দু’হাতের ওপর ভর করে পরীক্ষা দিতে আসার বিষয়টি সবাইকে অবাক করে দিয়েছে৷