Shangshad

দৈনিকবার্তা-ঢাকা, ১২নভেম্বর: দশম জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামীকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় শুরু হচ্ছে৷রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচেছদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ২৮ অক্টোবর এ অধিবেশনের আহবান জানান৷

ইতোমধ্যে সংসদ সচিবালয় থেকে এ অধিবেশনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে৷ তবে অনুষ্ঠেয় সংসদ কার্য উপদেষ্টা কমিটির সভায় ৪র্থ অদিবেশনের মেয়াদ ও কার্যক্রম চূড়ানত্ম করা হবে৷বৃহস্পতিবার বিকাল ৩ টায় কমিটির সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হবে৷অধিবেশন উপলক্ষে ইতোমধ্যে সংসদ সচিবালয়ে বিভিন্ন বিধিতে নোটিশ, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের উত্তরদানের জন্য প্রশ্ন জমা পড়েছে৷ এছাড়া এ অধিবেশনের জন্য সংসদের আইন শাখায় ১০টা বিল জমা রয়েছে৷ এর মধ্যে ১টি নতুন বিল হচ্ছে বিদু্যত্‍ ও জ্বালানি দ্রুত সরবরাহ (বিশেষ বিধান) (সংশোধন) বিল ২০১৪৷

এছাড়া ৪র্থ অধিবেশনে স্পিকারের সিপিইউ’র চেয়ারপার্সন ও সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীরর আপিইউ’র সভাপতি নির্বাচিত হওয়ায় দন্যবাদ প্রসত্মাব উত্থাপিত হয়ে তা আলোচনা হতে পারে৷এর আগে গত ১৮ সেপ্টেম্বর দশম জাতীয় সংসদের ৩য় অধিবেশন শেষ হয়৷ গত ১ সেপ্টেম্বর তৃতীয় অধিবেশন শুরম্ন হয়৷ মোট ১৪টিকার্যদিবসের ওই অধিবেশনে সরকারি বিল জমা পড়ে ১৪টি৷ এর মধ্যে ৫টি সরকারি বিল পাস হয়৷ এ বিলগুলোর মধ্যে বহুল আলোচিত সংবিধান (ষোড়শ সংশোধন) বিলও রয়েছে৷ গত ১৭ সেপ্টেম্বর সর্বসম্মতিক্রমে এ বিল পাস হয়৷ এছাড়া তৃতীয় অধিবেশনে গাজায় ইসরাইলি হামলার নিন্দা জানিয়ে ১৪৭ বিধিতে আলোচনা অনুষ্ঠিত হয়৷ আলোচনা শেষে নিন্দা প্রসত্মাব গ্রহণ করা হয়৷

এদিকে, বৃহস্পতিবার থেকে ১০ম জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন সামনে রেখে শেরেবাংলা নগরের জাতীয় সংসদ ভবন ও পাশর্্ববর্তী এলাকায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)৷ এরই অংশ হিসেবে এসব এলাকায় মঙ্গলবার রাত ১২টা থেকে সব ধরনের অস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য নিষিদ্ধ করা হয়েছে৷ এ ছাড়া ওই এলাকায় সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শনও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে৷বুধবার সন্ধ্যায় ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়৷ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ আদেশ বলবত থাকবে৷

যেসব এলাকায় প্রযোজ্য: ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরোনো বিমানবন্দর হয়ে বাংলামটর ক্রসিং পর্যন্ত, বাংলামটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত, পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত, মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ (পুরাতন-২৭) নং সড়কের সংযোগস্থল, রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরোনো নবম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণির পর্যটন ক্রসিং, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এ সীমানার মধ্যে অবস্থিত সমুদয় রাস্তা ও গলিপথ পর্যন্ত চতুর্থ অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ আদেশ বলবত থাকবে৷