14

দৈনিকবার্তা-ঢাকা, ১২নভেম্বর: চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা গ্রিন হাউস গ্যাস নির্গমণ হ্রাসের নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন৷বুধবার বেইজিংয়ে দুই নেতার মধ্যে এক দ্বিপাক্ষিক বৈঠকে বিষয়টি নিয়ে সমঝোতা হয়৷এই সমঝোতাকে ঐতিহাসিক বলে বর্ণনা করেছেন প্রেসিডেন্ট ওবামা৷ বৈঠকে তিনি যুক্তরাষ্ট্রের গ্রিন হাউজ গ্যাস নির্গমণের মাত্রা ২০২৫ সালের মধ্যে ২০০৫ সালের তুলনায় ২৬ থেকে ২৮ শতাংশ হ্রাস করার প্রতিশ্রুতি দিয়েছেন৷

চীন এ ধরনের কোনো নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ না করলেও ২০৩০ সালের মধ্যে নির্গমণ সর্বোচ্চ পর্যায়ে যাবে বলে প্রতিশ্রুতি দিয়েছে৷ অর্থাত্‍ এরপর আর গ্যাস নির্গমণ বাড়াবে না চীন৷এই প্রথমবারের মতো বিশ্বের শীর্ষস্থানীয় গ্রিন হাউজ গ্যাস নির্গমণকারী দেশ চীন সর্বোচ্চ নির্গমণের একটি আনুমানিক তারিখ নির্ধারণ করল৷ গ্রিন হাউজ গ্যাস নির্গমনে চীনের পরেই যুক্তরাষ্ট্রের অবস্থান৷এই দুই দেশ মিলিতভাবে বিশ্বের ৪৫ শতাংশ কার্বন নিঃসরণ করে৷

অ্যাপেক সম্মেলন উপলক্ষে চীনের রাজধানীতে এক রাষ্ট্রীয় সফরে এসে দ্বিপাক্ষিক বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দুই প্রেসিডেন্ট৷এই বৈঠক থেকে গ্রিন হাউজ গ্যাস নির্গমণ হ্রাসের প্রতিশ্রুতি আসাটা অপ্রত্যাশিত ছিল৷ তবে ২০২০ সালের পর গ্রিন হাউজ গ্যাস নির্গমণ হ্রাস করার বিষয়ে আগামী বছর প্যারিসে একটি আন্তর্জাতিক চুক্তি হওয়ার কথা৷ ওই চুক্তিকে সামনে রেখেই দুই নেতা এ বিষয়ে আগাম প্রতিশ্রুতি দিয়ে রাখলেন বলে ধারণা করা হচ্ছে৷এ বিষয়ে শি বলেছেন, প্যারিসে জলবায়ু পরিবর্তনের উপর আন্তর্জাতিক বৈঠকে একটি চুক্তিতে উপনীত হওয়া নিশ্চিত করতে আমরা একমত হয়েছি৷