দৈনিকবার্তা-চট্টগ্রাম,১২নভেম্বর: সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, এক দিনের জন্য নয়, ৩৬৫ দিনের গণতন্ত্র চাই৷ প্রতিহিংসার রাজনীতি চিরতরে মুছে দিতে চাই৷ গণতন্ত্রের নামে দেশে এখন যা চলছে মানুষ তা চায়নি৷ পাঁচ বছর পর পর একবার জনগণের ভোট নিয়ে যারা সরকার গঠন করে তারা বাকি সময় আর জনগণের খবর নেন না৷ জনগণের ভালো-মন্দে তাদের কিছু যায় আসে না৷ এ অবস্থার অবসান ঘটাতে হবে৷
বুধবার বন্দরনগরী চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে জাতীয় পার্টি আয়োজিত মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টি চেয়ারম্যান এ কথা বলেন৷ এরশাদ বলেন, মানুষ এখন মুক্তি চায়৷ তারা মুক্তি খুঁজছে৷ রাজনীতিতে এখন দমবন্ধ করা পরিবেশ৷ মানুষ স্বচ্ছ রাজনীতি চায়, শান্তি চায়, নিরাপত্তা চায়৷ ঘুষ-দুর্নীতি-সন্ত্রাস-চাঁদাবাজি-টেন্ডারবাজি-লুটপাট ও প্রতিহিংসা থেকে মুক্তি চায়৷ জাতীয় পার্টি জনগণের সেই কাঙ্খিত মুক্তির পথ দেখাতে চায়৷ তিনি বলেন, দেশে সন্ত্রাসের আর প্রতিহিংসার রাজনীতি কায়েম হয়েছে৷ দেশ অকার্যকর হতে চলেছে৷
এরশাদ বলেন, বড় দুই দল সুশাসন দিতে ব্যর্থ হয়েছে৷ জাতীয় পার্টি আবার ক্ষমতায় আসলে মানুষের মনের আশা পূরণ হবে৷ জাতীয় পার্টি ক্ষমতা ছেড়ে দেয়ার পর বাংলাদেশ মুখ থুবড়ে পড়েছে৷ দেশে এখন চলছে সন্ত্রাস, দুর্নীতি, ঘুষ,চাঁদাবাজি, টেন্ডারবাজি, হত্যা, খুন, গুম, অপহরণ, দলীয়করণ৷ প্রতিহিংসার রাজনীতি প্রতিষ্ঠিত হয়েছে৷ দুর্বল প্রশাসন, সুশাসনের অভাব এবং বিচার ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হওয়ায় দেশের আজ এ অবস্থা৷ এ অবস্থা থেকে মুক্তির জন্য দরকার জাতীয় পাটির্র সরকার৷
দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও চ্ট্টগ্রাম মহানগরের আহবায়ক মাহজাবীন মোর্শেদ এমপির সভাপতিত্বে মহাসমাবেশে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু এমপি,প্রেসিডিয়াম সদস্য সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, একেএম মাইদুল ইসলাম এমপি, এমএ হান্নান এমপি, সৈয়দ আবু ওেহাসেন বাবলা এমপি, এসএম ফয়সল চিশতী, গোলাম কিবরিয়া টিপু এমপি যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া বক্তব্য রাখেন৷